বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) অনলাইনে ই-রেজিস্ট্রেশনের সময়সীমা আবারও বাড়িয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। অনলাইনে ই-রেজিস্ট্রেশনের শেষ সময় ছিল গতকাল শুক্রবার ৬ ডিসেম্বর। এখন এই সময়সীমা ১২ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ও আগামী তিন বছরের শূন্য পদের তথ্য সংগ্রহ করার জন্য ই-রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে।
যেহেতু এনটিআরসিএ ৬ষ্ঠ ই-রিকুজিশনের সঙ্গে আগামী ৩ বছরের সম্ভাব্য শূন্য পদের তথ্য সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছে, সেহেতু সর্বোচ্চ–সংখ্যক প্রতিষ্ঠান থেকে আগামী ৩ বছরের শূন্য পদের তথ্য জানার সুবিধার্থে ই-রেজিস্ট্রেশনের কার্যক্রমটি ১২ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়সীমার মধ্যে ই-রেজিস্ট্রেশন হালনাগাদ করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ই-রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হলো।
যেসব প্রতিষ্ঠান ৩০ অক্টোবরের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্নপূর্বক অনলাইনে চাহিদা (ই–রিকুইজিশন) ও ফি প্রদান করেছে, তাদের নতুন করে ই-রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই।
ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য প্রদত্ত অনলাইনে চাহিদা ছাড়াও এবার ই-রিকুইজিশনের সঙ্গে তিন বছরের সম্ভাব্য শূন্য পদের তালিকাও প্রদান করতে হবে। তিন বছরের শূন্য পদের তথ্য প্রদান না করলে ই-রিকুইজিশন সাবমিট করা যাবে না।
প্রতিষ্ঠানপ্রধানেরা তাঁদের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এই ওয়েবসাইটে অথবা এনটিআরসিএর ওয়েবসাইটের ই-রিকুইজিশন নামক সেবা বক্সের ই-রিকুইজিশন লগইন অপশনে ক্লিক করে ই–রিকুইজিশন প্ল্যাটফর্মে প্রবেশ করে অনলাইন ফরমটি পূরণ করে শুধু এমপিওভুক্ত শূন্য পদের অনলাইনে চাহিদা প্রেরণ করবেন।