দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ৫০০ সহকারী শিক্ষক নিয়োগের ফল আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশ করা হচ্ছে। তবে, এই পদসংখ্যা বাড়তে পারে।
আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদায়ী জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খান। বদলজনিত কারণে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে জ্যেষ্ঠ সচিব হয়ে যাচ্ছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আজ ছিল তাঁর শেষ কর্মদিবস। এ উপলক্ষে এই মতবিনিময়ের আয়োজন করা হয়।
বর্তমানে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬টি। এগুলোয় মোট শিক্ষক আছেন প্রায় পৌনে চার লাখ। দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ বন্ধ থাকায় অনেকেই অবসরে গেছেন। ফলে শূন্য পদের সংখ্যাও বেড়েছে।
এ অবস্থায় ৩২ হাজার ৫০০ পদে নিয়োগের জন্য ছাড়পত্র দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ নিয়োগের জন্য ইতিমধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ নিয়োগ পরীক্ষায় আবেদন করেছিলেন ১৩ লাখের বেশি প্রার্থী। এখন তাঁরা ফলের অপেক্ষায় আছেন।
১৫ নভেম্বরের মধ্যেই এই ফল প্রকাশ হবে। তার আগে অনলাইনে এখন যে শিক্ষকদের বদলির কাজটি চলছে সেটিও হয়ে যাবে।আমিনুল ইসলাম খান, জ্যেষ্ঠ সচিব
জ্যেষ্ঠ সচিব আমিনুল ইসলাম খান বলেন, ১৫ নভেম্বরের মধ্যেই এই ফল প্রকাশ হবে। তার আগে অনলাইনে এখন যে শিক্ষকদের বদলির কাজটি চলছে সেটিও হয়ে যাবে।
কত সংখ্যক শিক্ষক নিয়োগ হতে পারে সে বিষয়ে সচিব বলেন, মন্ত্রণালয় থেকে ছাড়পত্র দেওয়া হয়েছিল ৩২ হাজার ৫০০ শিক্ষক নিয়োগের। এর মধ্যে অনেকেই অবসরে গেছেন। কাজেই সংখ্যাটি বাড়তে পারে। এখন সঠিক সংখ্যা নির্ণয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। যা প্রয়োজন সেই পরিমাণ শিক্ষকই নিয়োগ হবে।