শীর্ষ সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও ধনকুবের বিল গেটস বলেছেন, প্রযুক্তি মানুষের প্রতিদ্বন্দ্বী হবে না। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের জন্য তিন কর্মদিবসের সপ্তাহকে সম্ভব করে তুলতে পারে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কমেডিয়ান ও লেখক ট্রেভর নোয়াহের সঙ্গে তাঁর পডকাস্ট ‘হোয়াট নাউ’য়ে বলার সময় বিল গেটস এ মন্তব্য করেন।
বিল গেটস বলেন, এআই মানুষের চাকরির বাজার দখল করবে না। তবে ক্ষেত্রটির দীর্ঘমেয়াদি পরিবর্তন করে দেবে। ৪৫ মিনিটের কথোপকথনে বিল গেটস এআই ও অন্যান্য প্রযুক্তি জীবনে কী ইতিবাচক পরিবর্তন আনতে পারে, সে সম্পর্কেও কথা বলেছেন।
চাকরির বাজারে এআই কী ধরনের হুমকি—এ বিষয়ে ট্রেভর নোয়াহর এক প্রশ্নের জবাবে বিল গেটস বলেন, একদিন এমন এক সময় আসতে পারে, যখন মানুষকে এত পরিশ্রম করতে হবে না। আপনি যদি শেষ পর্যন্ত এমন একটি সমাজ পান, যেখানে সপ্তাহে মাত্র তিন দিন কাজ করতে হবে, তাহলে সম্ভবত ঠিক আছে। এমন একটি বিশ্ব হতে পারে, যেখানে মেশিন সব খাবার ও জিনিসপত্র তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বিল গেটস এর আগে দেওয়া সাক্ষাৎকার ও ব্লগ পোস্টেও এআইয়ের ঝুঁকি ও সুবিধা নিয়ে কথা বলেছিলেন। গত জুলাই মাসে তিনি এআইয়ের ঝুঁকির কথা বলেছিলেন।
এই ধনকুবের বলেন, ‘আমি মনে করি না, এআইয়ের প্রভাব শিল্পবিপ্লবের মতো নাটকীয় হবে। তবে এটি কম্পিউটার আসার সময়কার মতোই বড় বিষয় হবে। ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশনগুলো কিন্তু অফিসের কাজকে দূরে সরিয়ে দেয়নি, তবে একটা স্থায়ী পরিবর্তন এনেছে। নিয়োগকর্তা ও কর্মীদের তা মানিয়ে নিতে হয়েছিল এবং তারা করেছিল।’
এআইয়ের ঝুঁকির কথা উল্লেখ করে বিল গেটস বলেন, এআইয়ের কারণে ভুল তথ্য ও ডিপফেকস বেড়ে যাবে, নিরাপত্তাহুমকি, চাকরির বাজারে পরিবর্তনসহ শিক্ষার ওপর প্রভাব পড়বে। তিনি বলেন, নতুন প্রযুক্তি শ্রমবাজারে বড় পরিবর্তন ঘটানোর ঘটনা এটাই প্রথম নয়।