ভারতের রাজধানী নয়াদিল্লিতে বায়ুদূষণের মাত্রা তীব্র আকার ধারণ করেছে। তাই দূষণ কমাতে রাজধানীর ৫০ শতাংশ সরকারি কর্মীকে বাড়ি থেকে অফিস করার (হোম অফিস) ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। আজ বুধবার দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রায় এই ঘোষণা দিয়েছেন।
দিল্লি-এনসিআরে বায়ুদূষণের মাত্রা ‘বিপজ্জনক’ সীমা অতিক্রম করেছে। অনেক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) মান ধারাবাহিতভাবে ৪৫০–এর বেশি হচ্ছে। এই মান ‘চরম বিপজ্জনক’ শ্রেণির।
পরিবেশমন্ত্রী গোপাল রায় বলেন, ‘দূষণ কমাতে দিল্লি সরকার সরকারি অফিসে বাড়ি থেকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। ৫০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করবেন। এটি বাস্তবায়নের জন্য আজ দুপুরে সচিবালয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।’
মাত্রাতিরিক্ত দূষণ কমাতে জরুরি পরিষেবা ছাড়া দিল্লিতে ডিজেলচালিত মাঝারি ও ভারী পণ্য পরিবহনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই ধরনের নিষেধাজ্ঞা পেট্রোলচালিত যানবাহনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
দূষণের কথা বিবেচনা করে দিল্লি সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে দশম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে।