সহকারী জজের লিখিত পরীক্ষার ফল ও মৌখিকের তারিখ প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো

ষোড়শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা ২০২৩–এর লিখিত পরীক্ষার ফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পদের (সহকারী জজ) লিখিত পরীক্ষায় মোট ৬১৯ জন উত্তীর্ণ হয়েছেন।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী জজ নিয়োগের লিখিত পরীক্ষায় ৬১৯ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ২ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা শুরু হবে, চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

মৌখিক পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কমিশনের ওয়েবসাইট থেকে বিজেএসসি ফরম ২–এর কালার প্রিন্ট সঙ্গে নিয়ে যেতে হবে। ফরমটি স্বহস্তে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি ও একসেট সত্যায়িত ফটোকপি (এ ফোর সাইজের অফসেট কাগজে) ক্রমানুসারে সাজিয়ে দাখিল করতে হবে।

যেসব কাগজপত্র জমা দিতে হবে—

  • অনলাইনে পূরণকৃত বিজেএসসি ফরম ১–এর কালার প্রিন্টকপি।

  • এসএসসি/সমমান পরীক্ষা পাসের সনদ ও নম্বরপত্র।

  • এইচএসসি/সমমান পরীক্ষা পাসের সনদ ও নম্বরপত্র।

  • আইন বিষয়ে স্নাতক/সম্মান/এলএলএম পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীর ক্ষেত্রে পরীক্ষা শেষ হওয়ার তারিখ উল্লেখিত অবতীর্ণ সনদ।

  • আইন বিষয়ে স্নাতক/সম্মান/এলএলএম পরীক্ষা পাসের সনদ ও নম্বরপত্র (একাধিক অংশসহ)।

  • স্নাতক ও তদূর্ধ্ব ডিগ্রি থাকলে এর সনদ ও নম্বরপত্র।

  • স্নাতক/সমমান/এলএলএম পরীক্ষার ফলাফল গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক ইস্যুকৃত শতকরা হারে পরিবর্তিত প্রাপ্ত নম্বরের প্রত্যয়নপত্র (প্রত্যয়নপত্রের নমুনা কপি কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে)।

  • প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।

  • আবেদনপত্রে উল্লেখিত স্থায়ী ঠিকানার সমর্থনে স্থানীয় সরকার প্রতিষ্ঠান (ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশন) কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব/জাতীয়তা সনদপত্র।

  • জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট।

  • চাকরি থেকে অপসারণ আদেশ/ইস্তফাপত্র/অনাপত্তিপত্র/ছাড়পত্র (ক্ষেত্রবিশেষে)।

  • কমিশনের ওয়েবসাইট থেকে ঠিকানা ফরম ডাউনলোড করে পূরণকৃত ফরম।

  • কমিশনের ওয়েবসাইট থেকে পুলিশ প্রত্যয়ন বিবরণী ফরম ডাউনলোড করে পূরণকৃত ফরমের (চারটি) সঙ্গে সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক ইস্যুকৃত চারিত্রিক সনদের সত্যায়িত ফটোকপি (চারটি) নিজ নিজ মৌখিক পরীক্ষার দিন জমা দেবেন।

প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। ইতিপূর্বে ডাউনলোডকৃত প্রবেশপত্র হারিয়ে বা নষ্ট হয়ে গেলে বিজেএস অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেমে লগইন করে প্রবেশপত্রের প্রিন্ট নেওয়া যাবে।

মৌখিক পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট পূর্বে কমিশন সচিবালয়ে উপস্থিত হতে হবে এবং এ ক্ষেত্রে পরীক্ষার্থীকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

সহকারী জজের লিখিত পরীক্ষার ফল ও মৌখিকের বিস্তারিত সূচি এখানে দেখা যাবে।