মডেল: হাদী, রিয়া ও সিফাত
মডেল: হাদী, রিয়া ও সিফাত

সরকারি চাকরিতে আবেদন ফি সর্বনিম্ন ৫০, সর্বোচ্চ ২০০, প্রজ্ঞাপন জারি

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় আবেদন ফি নতুন করে নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুসারে, এখন থেকে আবেদন ফি সর্বনিম্ন ৫০ টাকা ও সর্বোচ্চ ২০০ টাকা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক পরিচালিত বিসিএস ব্যতীত নন-ক্যাডার পদ এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও বিভিন্ন করপোরেশনের বিভিন্ন গ্রেডভুক্ত পদের নিয়োগ পরীক্ষার ফি শর্তসাপেক্ষে পুনরায় নির্ধারণ করা হলো।

৯ম গ্রেড বা তদূর্ধ্ব (নন-ক্যাডার) পদে আবেদন ফি ২০০ টাকা, ১০ম গ্রেডে ২০০ টাকা, ১১তম ও ১২তম গ্রেডে ১৫০ টাকা, ১৩তম থেকে ১৬তম গ্রেডে ১০০ টাকা, ১৭তম থেকে ২০তম গ্রেডে ৫০ টাকা এবং সব গ্রেড (অনগ্রসর নাগরিক) পদে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমেও অনলাইনে আবেদন ও ‘পরীক্ষা ফি’ গ্রহণ করা যাবে এবং সে ক্ষেত্রে ‘পরীক্ষা ফি’ বাবদ সংগৃহীত অর্থের সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন হিসেবে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে দেওয়া যাবে এবং কমিশন হিসেবে প্রাপ্ত অর্থের ১৫ শতাংশ ভ্যাট হিসেবে আদায় করা যাবে। যেমন ১৩ থেকে ১৬ গ্রেডের নিয়োগ পরীক্ষার ফি বাবদ নির্ধারিত ১০০ টাকার সর্বোচ্চ ১০ শতাংশ অর্থাৎ ১০ টাকা পর্যন্ত টেলিটক বাংলাদেশ লিমিটেডকে কমিশন হিসেবে প্রদান করা যাবে এবং উক্ত ১০ টাকার ১৫ শতাংশ অর্থাৎ ১ দশমিক ৫ টাকা ভ্যাট হিসেবে আদায় করা যাবে অর্থাৎ পরীক্ষার্থীর কাছ থেকে সর্বোচ্চ আদায়যোগ্য টাকার পরিমাণ হবে ১১২ টাকা।

টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক ‘পরীক্ষা ফি’ বাবদ অর্থ গ্রহণের পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে জমা প্রদানের পর উক্ত প্রতিষ্ঠান অবিলম্বে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করবে, তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রয়োজনীয় ক্ষেত্রে উক্ত অর্থ নিজস্ব ব্যাংক হিসাবে জমা করতে পারবে।

অনলাইন আবেদন গ্রহণ না করা হলে পরীক্ষা ফি বাবদ অর্থ চালানের মাধ্যমে গ্রহণ করতে হবে। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংক ড্রাফট/পে অর্ডারে অর্থ গ্রহণ করতে পারবে। পরীক্ষা ফি বাবদ আদায় করা অর্থ–সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ‘১৩ ডিজিট প্রাতিষ্ঠানিক কোড’ এবং ‘০৭ ডিজিট নতুন অর্থনৈতিক কোড ১৪২২৩২৬’–এ অটোমেটেড চালানে সরকারি কোষাগারে জমা করতে হবে এবং কোনো প্রতিষ্ঠান ম্যানুয়াল চালানে (টিআর ফরম) পরীক্ষা ফি জমা করতে চাইলে ‘১- প্রাতিষ্ঠানিক কোড (চার অঙ্কবিশিষ্ট)- পরিচালনা কোড (চার অঙ্কবিশিষ্ট)-অর্থনৈতিক কোড (২০৩১)’–এ জমা করতে হবে।

১১ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা করা হয়েছিল। ইতিমধ্যে ৪৭তম বিসিএস থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। ফলে এখন থেকে বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা।