সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ১৬তম গ্রেডভুক্ত ‘ফর্ক লিফট অপারেটর (পুরুষ)’ ও ২০তম গ্রেডভুক্ত ‘পাচক (পুরুষ)’ পদে অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ–সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ফর্ক লিফট অপারেটর (পুরুষ) ও পাচক (পুরুষ) পদে নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে ১০ আগস্ট অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।