তাঁত বোর্ডের ফিল্ড সুপারভাইজার পদের লিখিত পরীক্ষা স্থগিত

প্রতীকী ছবি: প্রথম আলো
প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ তাঁত বোর্ডের রাজস্ব খাতভুক্ত ১৩তম গ্রেডের ‘ফিল্ড সুপারভাইজার’ পদের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। তাঁত বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিল্ড সুপারভাইজারের ২৮টি স্থায়ী শূন্য পদ পূরণের লক্ষ্যে আগামী ২ জুন অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

লিখিত পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীকালে যথাসময়ে বাংলাদেশ তাঁত বোর্ডের ওয়েবসাইট ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের জব পোর্টালে https://alljobs.teletalk.com.bd/bn/) প্রকাশ করা হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এ নোটিশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।