বাংলাদেশ পর্যটন করপোরেশনের নিয়োগ পরীক্ষা শুক্রবার হবে, প্রার্থী ১৮ হাজার

বাংলাদেশ পর্যটন করপোরেশনে ৬ ক্যাটাগরির পদে ৯ম থেকে ১৩তম গ্রেডের নিয়োগ পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। চলমান পরস্থিতিতে এ পরীক্ষা বন্ধ হবে না। বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক (ডিএফও) মোহাম্মদ শওকত ওসমান আজ বুধবার সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ শওকত ওসমান প্রথম আলোকে বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনে ৬ ক্যাটাগরির পদে ৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এতে আবেদন করেছেন প্রায় ১৮ হাজার প্রার্থী। সকালে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা (দেড় ঘণ্টা) দুই পদের পরীক্ষা হবে। আর বেলা তিনটা থেকে সাড়ে চারটায় চার পদের পরীক্ষা হবে। তিনি জানান, প্রায় সব পরীক্ষাকেন্দ্র আগারগাঁও শেরেবাংলা নগরে।

যেসব পদের পরীক্ষা: সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), পদসংখ্যা: ১, হিসাবরক্ষণ কর্মকর্তা,

পদসংখ্যা: ৫, উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), পদসংখ্যা: ১, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা,

পদসংখ্যা: ১৫, সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা, পদসংখ্যা: ৫, হিসাবরক্ষক, পদসংখ্যা: ৮।