বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) পাঁচ ক্যাটাগরি পদে নিয়োগের জন্য ১০ নভেম্বরের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উপসহকারী প্রকৌশলী, প্রকর্মী-১ (টেকনিশিয়ান-১), বৈজ্ঞানিক সহকারী-২, টেকনিশিয়ান-২ ও মেকানিক পদে নিয়োগের জন্য ১০ নভেম্বর অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। পরবর্তী সময়ে পরীক্ষা গ্রহণের তারিখ জানানো হবে।