রাজউকের ৯০ পদে নিয়োগের জন্য নির্বাচিত হলেন যাঁরা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) রাজস্ব খাতভুক্ত ১৭ ক্যাটাগরির নবম ও দশম গ্রেডের ৯০টি শূন্য পদের লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। রাজউকের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী পরিচালক (প্রশাসন) পদে ৫ জন এবং সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি) পদে ৩ জন নির্বাচিত হয়েছেন। সহকারী পরিচালক (জনসংযোগ প্রটোকল) পদে ১ জন; সহকারী পরিচালক (হিসাব) পদে ২ জন; সহকারী পরিচালক (ভূমি ব্যবহার) পদে ২ জন এবং সহকারী পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন) পদে ১ জন নির্বাচিত হয়েছেন।

সহকারী অথরাইজড অফিসার পদে ১৮ জন; সহকারী স্থপতি পদে ৬ জন; সহকারী আইন কর্মকর্তা পদে ২ জন ও সহকারী নগর-পরিকল্পনাবিদ পদে ১৪ জন নির্বাচিত হয়েছেন।

সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৩ জন; সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) পদে ১ জন; উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে ৭ জন; উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে ২ জন ও উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) পদে ১ জন নির্বাচিত হয়েছেন।

প্রধান ইমারত পরিদর্শক পদে ২ জন; ইমারত পরিদর্শক পদে ১৯ জন ও কানুনগো পদে ১ জন নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ঠিকানায় সরকারি ডাকযোগে নিয়োগপত্র পাঠানো হবে। নিয়োগপত্রে উল্লেখিত শর্ত প্রতিপালন করে আগামী ২৫ জুন নির্বাচিত প্রার্থীদের চেয়ারম্যান, রাজউক বরাবর যোগদান করতে হবে।

নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর এই লিংকে দেখা যাবে।