বিজ্ঞপ্তির চার বছর পর পরীক্ষণ বিদ্যালয়ের মৌখিকের তারিখ প্রকাশ

অলংকরণ: প্রথম আলো

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)–সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক পদে বিজ্ঞপ্তি প্রকাশের চার বছর পর মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে মৌখিক পরীক্ষার এই সূচি প্রকাশ করা হয়েছে।

পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষণ বিদ্যালয়ের ১০ম গ্রেডের শিক্ষক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিপিএসসি ফরম জমাদানকারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২২ আগস্ট শুরু হবে। পরীক্ষা চলবে ২৮ আগস্ট পর্যন্ত।

রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মৌখিক পরীক্ষার জন্য ৬৮৬ জনের নিবন্ধন নম্বর প্রকাশ করা হয়েছে। এ ছাড়া শর্ত সাপেক্ষে ১০ জনের নিবন্ধন নম্বর প্রকাশ করা হয়েছে। মূল আবেদনপত্র জমা না দেওয়ায় ৫৭ জনকে মৌখিক পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি এখানে দেখা যাবে।

২০১৯ সালের ১৭ এপ্রিল পিটিআই-সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শূন্য পদে ১০ম গ্রেডে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এরপর ২০১৯ সালের ২০ জুলাই এমসিকিউ পদ্ধতিতে বাছাই পরীক্ষা নেওয়া হয় এবং ২০২১ সালের ৩ নভেম্বর বাছাই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয় গত বছরের ১৭ জানুয়ারি।

দীর্ঘ দিন ধরে নিয়োগপ্রক্রিয়া আটকে থাকায় গত ১৩ জানুয়ারি প্রথম আলোতে ‘চার বছরেও শেষ হয়নি পরীক্ষণ বিদ্যালয়ের নিয়োগপ্রক্রিয়া’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। রিট মামলার নিষ্পত্তি না হওয়ায় লিখিত পরীক্ষার ফল দীর্ঘদিন আটকে ছিল। গত ২৬ ফেব্রুয়ারি পরীক্ষণ বিদ্যালয়ের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

বর্তমানে সারা দেশে ৬৭টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে। ঢাকা ও নড়াইল জেলা বাদে প্রতিটি পিটিআইয়ের সঙ্গে একটি করে পরীক্ষণ বিদ্যালয় আছে। সেগুলো পিটিআই-সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় নামে পরিচিত। এসব বিদ্যালয়ে ১০ম গ্রেডে ৫টি করে শিক্ষকের পদ রয়েছে। ২০০৮ সালে পিটিআই-সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের ২১৪ জন শিক্ষককে পিটিআই ইন্সট্রাক্টর পদে পদোন্নতি দেওয়া হয়। এরপর অনেকে শিক্ষক পদ থেকে অবসরে গেছেন। ফলে ১০ম গ্রেডে শিক্ষকের ৩২৯টি পদ শূন্য হয়ে যায়। এই ৩২৯টি পদের জন্য পিএসসি ২০১৯ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।