বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের (বিজেএসসি) অধীন সহকারী জজ নিয়োগের ষোড়শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের লিখিত পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২১ মে লিখিত পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ৩১ মে পর্যন্ত।
রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার আসনবিন্যাস পরীক্ষাকেন্দ্রে ও কমিশনের ওয়েবসাইটে আগামী ১৮ মে প্রকাশ করা হবে।
প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষার দিন প্রবেশপত্রসহ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এ লিংকে।