বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দুটি পদের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পদগুলো হলো উচ্চমান সহকারী/উচ্চমান সহকারী (বেঞ্চ সহকারী) ও ট্রাফিক হ্যান্ড।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চমান সহকারী/উচ্চমান সহকারী (বেঞ্চ সহকারী) পদে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১২৯ জন এবং ট্রাফিক হ্যান্ড পদে উত্তীর্ণ হয়েছেন ৪০৭ জন।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ওয়েবসাইটে ও প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।
গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় উচ্চমান সহকারী/উচ্চমান সহকারী (বেঞ্চ সহকারী) ও ট্রাফিক হ্যান্ড পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এ লিংকে।