বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দশম গ্রেডের ‘মোটরযান পরিদর্শক’ পদের ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র, সময়সূচি ও নির্দেশাবলি প্রকাশ হয়েছে। বাংলাদেশে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিআরটিএ দশম গ্রেডের ‘মোটরযান পরিদর্শক’ পদের ৬৫ জন প্রার্থীর ব্যবহারিক পরীক্ষা আগামী ৭ ও ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থীদের সকাল সাড়ে নয়টার মধ্যে পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে। কোনো প্রার্থী ব্যবহারিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে তাঁর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের গুরুতর ঘাটতি পাওয়া গেলে ব্যবহারিক পরীক্ষার পূর্বে বা পরে যেকোনো পর্যায়ে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
ব্যবহারিক পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রবেশপত্র পাঠানো হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র ব্যবহারিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে ব্যবহৃত হবে। প্রবেশপত্র হারিয়ে গেলে/নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। প্রবেশপত্র ছাড়া প্রার্থীকে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।
ব্যবহারিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি এই লিংকে জানা যাবে।