পল্লী উন্নয়ন বোর্ডে আবেদনের সময় বাড়ল, কোটার সংশোধনী প্রকাশ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত নবম ও দশম গ্রেডে ৯০ জনকে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তির কোটার বিষয়ে সংশোধনী ও আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ও গবেষণা কর্মকর্তা পদে আবেদনের শেষ সময় ছিল ১৪ আগস্ট। এখন সেটি বাড়িয়ে ৩১ আগস্ট করা হয়েছে।

এ ছাড়া এই নিয়োগ বিজ্ঞপ্তির ১১ নম্বর অনুচ্ছেদে পরিবর্তন আনা হয়েছে। নতুনভাবে বলা হয়েছে, নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান এবং কোটাসংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৩ জুলাই জারি করা প্রজ্ঞাপন অনুসরণ করা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে যেসব পদে কর্মকর্তা নেওয়া হবে সেগুলো হলো:

  • ১. পদের নাম: উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা
    পদসংখ্যা: ২৩
    যোগ্যতা: প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির চার বছর মেয়াদের স্নাতক (সম্মান) ডিগ্রি, স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদের স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
    বেতন স্কেল: ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা (নবম গ্রেড)

  • ২. পদের নাম: সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা
    পদসংখ্যা: ৬৫
    যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদের স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
    বেতন স্কেল: ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা (দশম গ্রেড)

  • ৩. পদের নাম: গবেষণা কর্মকর্তা
    পদসংখ্যা:
    যোগ্যতা: অর্থনীতি বা পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
    বেতন স্কেল: ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা (দশম গ্রেড)

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য পল্লী উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন ফি
নবম গ্রেডের পদের জন্য সার্ভিস চার্জসহ ৬৬৯ টাকা এবং দশম গ্রেডের পদের জন্য ৫৫৮ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।