পিজিসিবির ৬টি পদের এমসিকিউ পরীক্ষার তারিখ প্রকাশ

প্রতীকী ছবি: আশরাফুল আলম

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেডের ছয়টি পদের এমসিকিউ পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুনিয়র ব্যক্তিগত সচিব, জুনিয়র ভান্ডাররক্ষক, জুনিয়র নিরাপত্তা পরিদর্শক, কারিগরি সহায়ক, অফিস সহায়ক পদে ২০২১ সালের ২৯ নভেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকৃত প্রার্থীদের প্রাথমিক বাছাই (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কারিগরি সহায়ক ও অফিস সহায়ক পদের পরীক্ষা ২১ জুলাই অনুষ্ঠিত হবে। বাকি পদগুলোর পরীক্ষা ২৮ জুলাই অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

প্রার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে আসতে হবে। প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে এবং পরীক্ষককে দেখাতে হবে।

পরীক্ষার হলে মুঠোফোন বা কোনো ধরনের ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করা যাবে না। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে আসতে হবে।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এখানে