৪৩তম বিসিএসে বাতিল ৮১ প্রার্থীর আবেদন

ছবি: সংগৃহীত

৪৩তম বিসিএসে আবেদনে ভুল তথ্য দেওয়ায় ৮১ প্রার্থীর আবেদনপত্র বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একই সঙ্গে ৩০ জুনের মধ্যে এই প্রার্থীদের আবার অনলাইনে আবেদন করার জন্য অনুমতি দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২০ মে) কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভুল তথ্য দিয়ে ৪৩তম বিসিএসের ফরম পূরণ করায় ৮১ জনের আবেদন বাতিল করা হয়েছে। এই ৮১ প্রার্থীকে অনলাইনে আবেদনের অনুরোধ জানিয়ে রেজিস্ট্রেশন নম্বর বাতিল করা হয়েছে। এই প্রার্থীদের ৩০ জুনের মধ্যে নতুন করে অনলাইনে আবেদন করার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অনুমতি দিয়েছে। এই প্রার্থীদের আগামী ৩০ জুন সন্ধ্যা ছয়টার মধ্যে আবেদন করতে হবে। এ সময়ের পর কোনো প্রার্থীর আবেদন গ্রহণ করা হবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সরকারি কর্ম কমিশন (পিএসসি)

এর আগে গত ১৬ মার্চ ভুল তথ্য দিয়ে ৪৩তম বিসিএসে আবেদন করায় ৮৫ প্রার্থীর আবেদনপত্র বাতিল করেছিল পিএসসি। তাঁদের আবার অনলাইনে আবেদন করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল।

বাতিল হওয়া রেজিস্ট্রেশন নম্বরগুলো হলো—