৩৮তম বিসিএস পরীক্ষার নম্বরপত্রের জন্য সরকারি কর্ম কমিশনে (পিএসসি) যে প্রার্থীরা আবেদন করেছিলেন, তাঁদের নম্বরপত্র স্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারী প্রার্থীদের নম্বরপত্র তাঁদের নিজ নিজ স্থায়ী ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে পাঠানো হয়েছে।
কোনো প্রার্থী নম্বরপত্র না পেয়ে থাকলে তাঁর আবেদনপত্রে উল্লেখিত স্থায়ী ঠিকানার পোস্ট অফিসে যোগাযোগ করে নম্বরপত্র সংগ্রহ করতে বলেছে পিএসসি।
২০২১ সালের ২৮ জানুয়ারি ৩৮তম বিসিএসের গেজেট প্রকাশ করা হয়। এতে ২ হাজার ১২৯ প্রার্থী নিয়োগ পেয়েছিলেন। পিএসসির সুপারিশ করা তালিকা থেকে ৭৫ জন বাদ পড়েন। বিসিএসের আবেদনের ক্ষেত্রে ৩৮তম বিসিএসে রেকর্ড হয়েছিল। এতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেছিলেন।
এ বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ ক্যাডার কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদের বিপরীতে আবেদন নেওয়া হয়েছিল।