ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উপসহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের নাম প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে ডিএসসিসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপসহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষা ১৩ নভেম্বর বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজধানীর সূত্রাপুরের ঢাকা মহানগর মহিলা কলেজে এ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার প্রবেশপত্র আজ থেকে এ ওয়েবসাইটের http://dscc.teletalk.com.bd/ মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র পেতে সমস্যা হলে ১২১ নম্বরে ফোন করতে বলা হয়েছে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীদের অবশ্যই কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ছাড়া কাউকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।