প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাকরির পরীক্ষা নেওয়ার পর বাতিল করল সাধারণ বীমা

সাধারণ বীমা করপোরেশন অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা নেওয়ার পর তা বাতিল করা হয়েছে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ পরীক্ষা বাতিলের তথ্য জানায় সাধারণ বীমা করপোরেশন।

সাধারণ বীমার ডেপুটি জেনালের ম্যানেজার ও নিয়োগসংক্রান্ত বাছাই কমিটির সদস্যসচিব মো. আবদুল বারেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করপোরেশনের অফিস সহায়ক (এমএলএসএস) পদে আবেদনকারীদের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে বাতিল করা হয়েছে।

পরীক্ষা বাতিলের বিষয়ে জানতে নিয়োগ কমিটির সদস্যসচিব মো. আবদুল বারেকের সঙ্গে কথা বলার জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
গত শুক্রবার (২৪ ডিসেম্বর) অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

লিখিত পরীক্ষার দিনে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরুর আগে উত্তরসহ একজন পরীক্ষার্থীকে সাধারণ পরীক্ষার্থীরা আটক করেছিল।