দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ছয়টি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের ১৬তম গ্রেডভুক্ত নিরাপত্তা সহকারী (পুরুষ), নিরাপত্তা সহকারী (মহিলা), টেকনিশিয়ান (পুর), টেকনিশিয়ান (মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল), টেকনিশিয়ান (ইউটিলিটি) ও টেকনিশিয়ান (অফসেট প্লেট মেকিং) পদের মৌখিক পরীক্ষা ১৮ থেকে ২১ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার জন্য নতুনভাবে প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে।
পরীক্ষার সময় প্রার্থীদের কোভিড-১৯-সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরে আসতে হবে। আরও বিস্তারিত জানা যাবে এই লিংকে।