বাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র)-২০২৫–এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। হাতে সময় একদম নেই বললেই চলে। সফল হতে হলে শেষ সময়টা ভালোভাবে কাজে লাগাতে হবে।
লিখিত পরীক্ষায় ২৫০ নম্বর বরাদ্দ থাকায় প্রতিটি বিষয়ে বিশেষ মনোযোগ প্রয়োজন। ভালো নম্বর পেতে হলে সঠিকভাবে সময় ব্যবস্থাপনা করুন। সিলেবাস ভালোভাবে বিশ্লেষণ করুন এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো চিহ্নিত করুন। যে বিষয়গুলো থেকে পরীক্ষায় বেশি নম্বরের প্রশ্ন আসে, সেগুলোয় গভীরভাবে মনোযোগ দিন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে লিখে নোট তৈরি করুন। এটি পুনরায় পড়ার সময় কাজে আসবে। নোটে পয়েন্ট আকারে তথ্য লিখলে পড়া সহজ হয় এবং মনে রাখতে সুবিধা হবে। বিষয়ভিত্তিক চার্ট, ডায়াগ্রাম ও চিত্র ব্যবহার করতে পারেন, যা কঠিন বিষয় মনে রাখতে সাহায্য করে।
নিয়মিত লেখার অনুশীলন করুন, বিশেষ করে হাতের গতি বাড়ানোর জন্য। পড়াশোনার শেষের দিকে পূর্ণ সিলেবাস ভালোভাবে রিভিশন দিন। রিভিশনের সময় সংক্ষিপ্ত নোট এবং হাইলাইট করা অংশগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়ুন। আত্মবিশ্বাস বজায় রাখুন এবং ইতিবাচক মনোভাব রাখুন। পরীক্ষার হলে কৌশলী হোন। প্রশ্নপত্র পড়ার সময় কোন প্রশ্নের জন্য কত নম্বর বরাদ্দ আছে, সে অনুযায়ী সময় বরাদ্দ করুন। সহজ প্রশ্নগুলোর উত্তর আগে দিন, এতে সময় সাশ্রয় হবে এবং আত্মবিশ্বাস বাড়বে। উত্তর সংক্ষিপ্ত ও তথ্যসমৃদ্ধ করুন। অপ্রয়োজনীয় কথা এড়িয়ে মূল পয়েন্টগুলো তুলে ধরলে ভালো নম্বর পাওয়া যাবে।
ইংরেজি
ইংরেজি পরীক্ষায় প্রধানত বাংলা থেকে ইংরেজি অনুবাদের ওপর বেশি জোর দেওয়া হয়। প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে বাংলা থেকে ইংরেজি অনুবাদ অনুশীলন করুন। দৈনন্দিন জীবনের সাধারণ বাক্য থেকে শুরু করে জটিল বাক্য অনুবাদ করতে চেষ্টা করুন। নিয়মিত পত্রিকা পড়া অত্যন্ত উপকারী। এতে অনুবাদের দক্ষতা সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়। বিভিন্ন বিষয় নিয়ে রচনা এবং চিঠি লেখার চর্চা করুন। রচনার শুরু, মধ্য এবং শেষ অংশে সঠিকভাবে তথ্য উপস্থাপন করার দক্ষতা গড়ে তুলুন। ব্যাকরণে দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত শূন্যস্থান পূরণ এবং বাক্য তৈরির অনুশীলন করুন। বিভিন্ন বই এবং অনলাইন কুইজ থেকে অনুশীলন উপকরণ সংগ্রহ করতে পারেন।
বাংলা
বাংলা রচনা অংশের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়মিত অনুশীলন করা প্রয়োজন। প্রতিদিন একটি-দুটি রচনা বা ভাবসম্প্রসারণ লেখার চর্চা করুন। ইতিহাস, সমাজবিজ্ঞান ও সাম্প্রতিক আলোচিত বিষয়গুলো নিয়ে রচনা লিখুন। এতে রচনার গঠন ও ভাষার ব্যবহার উন্নত হবে। পত্রলিখন ও এক কথায় প্রকাশে দক্ষতা অর্জনের জন্য নিয়মিত চর্চা করা জরুরি। পূর্বের পরীক্ষার প্রশ্নপত্র দেখে বিভিন্ন পত্রলিখন এবং এক কথায় প্রকাশ অনুশীলন করতে পারেন। বাংলা ব্যাকরণের এসব অংশে ভালো দক্ষতা অর্জনের জন্য বই থেকে নিয়মিত চর্চা করতে হবে। প্রতিদিন নতুন নতুন বাগ্ধারা মুখস্থ করুন এবং সঠিক প্রয়োগের চর্চা করুন।
গণিত
গণিত পরীক্ষায় ভালো করার জন্য বেসিক গণিতের ওপর দখল থাকা জরুরি। মাধ্যমিক পর্যায়ের বোর্ড বইগুলো থেকে গণিতের মূল বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করুন। বীজগণিত, জ্যামিতি, পরিমাপ, গড়, শতকরা ইত্যাদি অধ্যায়গুলো গুরুত্বসহকারে অনুশীলন করুন। গণিতের বিভিন্ন সমস্যার সমাধান নিয়মিত অনুশীলন করুন। প্রতিদিন নির্দিষ্ট কিছু সমস্যা সমাধান করার অভ্যাস গড়ে তুলুন। আগের বছরের প্রশ্নপত্র এবং মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করুন। সময় ধরে পরীক্ষার মতো অনুশীলন করলে গণিতের সমস্যা সমাধানে গতি বাড়বে।
সাধারণ জ্ঞান
সাধারণ জ্ঞান অংশের জন্য বাংলাদেশ ও বিশ্বের চলতি বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা রাখা প্রয়োজন। দৈনিক সংবাদপত্র ও নিউজ পোর্টাল থেকে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং বিশ্বরাজনীতি সম্পর্কে আপডেট তথ্য রাখুন। নিয়মিত সংবাদপত্র পড়লে সাম্প্রতিক ইস্যুগুলো সম্পর্কে ধারণা পাওয়া যাবে। সাধারণ জ্ঞানের জন্য নির্দিষ্ট বই অনুসরণ করতে পারেন। এতে সাম্প্রতিক ইস্যু, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ইত্যাদি বিষয়ে ধারণা পাওয়া যাবে।
লেখায় স্পষ্টতা ও গ্রহণযোগ্যতা বজায় রাখতে বানান ও ব্যাকরণের প্রতি মনোযোগী হন। প্রতিদিন বানান চর্চা করুন এবং প্রয়োজনে অভিধান ব্যবহার করুন। উত্তরগুলো পয়েন্ট আকারে বা পরিচ্ছন্ন প্যারাগ্রাফে সাজান। বড় বাক্যের পরিবর্তে সংক্ষিপ্ত ও প্রাসঙ্গিক বাক্য ব্যবহার করুন। যে প্রশ্নে উদাহরণ বা বিশ্লেষণ চাওয়া হয়েছে, সেখানে যথাযথ উদাহরণ দিন। উত্তরগুলো যেন সরাসরি প্রশ্নের সঙ্গে সংযুক্ত হয়। পরীক্ষার শেষে কয়েক মিনিট রেখে দেওয়া ভালো, যাতে বানান, ব্যাকরণ ও উত্তরগুলো একবার দেখে নেওয়া যায়। নিয়মিত অনুশীলন ও রিভিশন করলে লেখায় দক্ষতা বাড়বে এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন।