বাংলাদেশ সরকারের লোগো
বাংলাদেশ সরকারের লোগো

নাটোরবাসীর জন্য সরকারি চাকরি, আবেদন ফি ২০০ টাকা

নাটোর জেলা পরিষদের হিসাবরক্ষক, নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দপ্তরি, অফিস সহায়ক এবং পরিচ্ছন্নতাকর্মীর ৭টি শূন্য পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। বাংলাদেশের প্রকৃত নাগরিক ও নাটোরের স্থায়ী বাসিন্দারা শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন। এটা পুনর্বিজ্ঞপ্তি। আগে যাঁরা এসব পদে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

পদের বিবরণ—

১. পদের নাম: হিসাবরক্ষক

বেতন গ্রেড: ১৩তম

বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা

পদসংখ্যা: ১ (এক)

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক বা সমমানের ডিগ্রি।

২. পদের নাম: নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

বেতন স্কেল: ৯৩০০-২২৪১০ টাকা

বেতন গ্রেড: ১৬তম

পদসংখ্যা: ১ (এক)

শিক্ষাগত যোগ্যতা: ক. উচ্চমাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে;

খ. কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে;

গ. কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে ৪০ শব্দ এবং বাংলায় ৩০ শব্দ।

৩. পদের নাম: ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দপ্তরি

পদসংখ্যা: ১ (এক)

বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

বেতন গ্রেড: ২০তম

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

8.পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৩ (তিন)

বেতন স্কেল: ৮২৫০-২০০১০

বেতন গ্রেড: ২০তম

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

৫. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা: ১ (এক)

বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা

বেতন গ্রেড: ২০তম

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণির স্কুল সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদন ফি

আবেদনপত্রে সঙ্গে ২০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, নাটোরের অনুকূলে জমা নিতে হবে।

আবেদনের পদ্ধতি ও আবেদনের শেষ দিন কবে

আবেদনকারীকে সরকার কর্তৃক নির্ধারিত ০১ (এক) পাতার চাকরির আবেদন ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম জেলা পরিষদ, নাটোরের ওয়েবসাইট (www.zpnatore.ga.bd) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mopa.gov.bd) ও (www.forms.gov.bd) এ পাওয়া যাবে।

যোগাযোগের ঠিকানাসহ লিখিত ফেরত খাম ১ দশমিক ৫ ইঞ্চি সাইজের এবং ১০ (দশ) টাকার ডাকটিকিট সংযুক্ত করতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখপূর্বক সরকার কর্তৃক চাকরির নির্ধারিত আবেদন ফরম প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, নাটোর বরাবর আগামী ১২ জানুয়ারি ২০২৫ অফিস চলাকালে ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত তারিখের পর পাওয়া আবেদন গ্রহণযোগ্য হবে না।