ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সমন্বিত আটটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে আইন, হিসাব, কারিগরি ও চিকিৎসা শাখায় ১৬৫ জন কর্মকর্তা নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
১৬৫ জনের মধ্যে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে নেওয়া হবে ১ জন প্রোগ্রামার, পল্লী সঞ্চয় ব্যাংকে ১ জন সহকারী ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, সোনালী ব্যাংকে ২৬ জন সহকারী প্রোগ্রামার, বাংলাদেশ কৃষি ব্যাংকে ২ জন সহকারী প্রোগ্রামার, কর্মসংস্থান ব্যাংকে ৩ জন সহকারী প্রোগ্রামার, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ২ জন সহকারী প্রোগ্রামার।
সোনালী ব্যাংকে ৩৩ জন অ্যাসিস্ট্যান্ট আইটি ইঞ্জিনিয়ার ও ৩ জন অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর নেওয়া হবে। বাংলাদেশ কৃষি ব্যাংকে ২ জন অ্যাসিস্ট্যান্ট আইটি ইঞ্জিনিয়ার ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ১ জন অ্যাসিস্ট্যান্ট আইটি ইঞ্জিনিয়ার নিয়োগ পাবেন।
জনতা ব্যাংকে ২১ জন সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট), সোনালী
ব্যাংকে ১ জন মেডিকেল অফিসার, পল্লী সঞ্চয় ব্যাংকে ১ জন সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), সোনালী ব্যাংকে ১৭ জন সিনিয়র অফিসার (আইন) ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশনে ১০ জন আইন অফিসার নেওয়া হবে।
বাংলাদেশ কৃষি ব্যাংকে ৬ জন সহকারী সিভিল প্রকৌশলী, সোনালী ব্যাংকে ৮, কর্মসংস্থান ব্যাংকে ১, বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশনে ৬, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ১ ও পল্লী সঞ্চয় ব্যাংকে ১ জন সহকারী সিভিল প্রকৌশলী নেওয়া হবে।
সোনালী ব্যাংকে ২ জন মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশনে ৫ জন উপসহকারী সিভিল প্রকৌশলী, সোনালী ব্যাংকে ৭ জন, পল্লী সঞ্চয় ব্যাংকে ২ জন উপসহকারী ইলেকট্রিক্যাল প্রকৌশলী ও ২ জন উপসহকারী পূর্ত প্রকৌশলী নেওয়া হবে।
প্রোগ্রামার ও সহকারী ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর পদে আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৫ বছর, মেডিকেল অফিসার পদে ৩২ বছর। অন্যান্য পদে আবেদনের বয়স সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যাঁরা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ ২০০ টাকা ডাচ্বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের শেষ সময় আগামী ১৩ মার্চ।