১. কোন তারিখ থেকে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে?
ক. ১৬ ডিসেম্বর ১৯৭১
খ. ২১ ফেব্রুয়ারি ১৯৭২
গ. ৪ মে ১৯৭২
ঘ. ১ জানুয়ারি ১৯৭৬
উত্তর : গ. ৪ মে ১৯৭২
২. ‘গুয়ানতানামো বে কারাগার’ কোন দেশে অবস্থিত?
ক. যুক্তরাষ্ট্র
খ. কিউবা
গ. গুয়েতেমালা
ঘ. নিকারাগুয়া
উত্তর : খ. কিউবা
৩. বিপিএলের ইতিহাসে সেরা বোলিং রেকর্ডের অধিকারী কে?
ক. তাসকিন আহমেদ
খ. মোহাম্মদ আমির
গ. মুস্তাফিজুর রহমান
ঘ. নাহিদ রানা
উত্তর: ক. তাসকিন আহমেদ
৪. ‘ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট’–এর প্রতিবেদন অনুযায়ী প্রাকৃতিক সম্পদের অর্থমূল্য বিবেচনায় বিশ্বের শীর্ষ দেশ—
ক. যুক্তরাষ্ট্র
খ. সৌদি আরব
গ. চীন
ঘ. রাশিয়া
উত্তর: ঘ. রাশিয়া
৫. কোন নারী ক্রীড়াবিদ ‘বেগম রোকেয়া পদক-২০২৪’ অর্জন করেছেন?
ক. নিগার সুলতানা
খ. ঋতুপর্ণা চাকমা
গ. রানী হামিদ
ঘ. সাবিনা ইয়াসমিন
উত্তর : গ. রানী হামিদ
৬. বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম (অ্যাপ)—
ক. সুখী
খ. স্বাস্থ্য সুরক্ষা
গ. টেলিমেডিসিন
ঘ. ডাক্তার ভাই
উত্তর: ক. সুখী
৭. আইসিডিডিআরবির তথ্যমতে, অপরিণত শিশুজন্মের হারে শীর্ষ দেশ—
ক. বাংলাদেশ
খ. ভারত
গ. পাকিস্তান
ঘ. কঙ্গো
উত্তর: ক. বাংলাদেশ
৮. ‘মাসাকো’ আদিবাসী জনগোষ্ঠীর বাস কোন অঞ্চলে?
ক. পূর্ব আফ্রিকা
খ. হর্ন অব আফ্রিকা
গ. আন্দামান দ্বীপপুঞ্জ
ঘ. আমাজন বন
উত্তর: ঘ. আমাজন বন
৯. বাংলাদেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর—
ক. পটুয়াখালী নদীবন্দর
খ. সন্দ্বীপ নদীবন্দর
গ. কস্তুরাঘাট
ঘ. ইলিশা নদীবন্দর
উত্তর: খ. সন্দ্বীপ নদীবন্দর (৫৪তম নদীবন্দর)
১০. ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএকে নিষিদ্ধ করে ইসরাইলের পার্লামেন্ট আইন পাস করে—
ক. ২৯ অক্টোবর ২০২৪
খ. ২২ ডিসেম্বর ২০২৪
গ. ৩ জানুয়ারি ২০২৫
ঘ. ১৩ নভেম্বর ২০২৪
উত্তর: ক. ২৯ অক্টোবর ২০২৪
১১. ‘অপহৃত বাংলাদেশ’ বইয়ের লেখক—
ক. অমর্ত্য সেন
খ. অধ্যাপক নুরুল ইসলাম
গ. অর্থনীতিবিদ নজরুল ইসলাম
ঘ. অধ্যাপক মো. আনিসুর রহমান
উত্তর: ঘ. অধ্যাপক মো. আনিসুর রহমান
১২. ‘তিতাস একটি নদীর নাম’ চলচ্চিত্রটির পরিচালক ছিলেন—
ক. ঋত্বিক ঘটক
খ. সত্যজিৎ রায়
গ. জহির রায়হান
ঘ. তারেক মাসুদ
উত্তর: ক. ঋত্বিক ঘটক
১৩. রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) তথ্য অনুযায়ী সাংবাদিকদের কাজের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান—
ক. ষষ্ঠ
খ. সপ্তম
গ. তৃতীয়
ঘ. দশম
উত্তর: গ. তৃতীয়
১৪. ‘চ্যাটজিপিটি’র নির্মাতা প্রতিষ্ঠান—
ক. গুগল এআই
খ. ওপেনএআই
গ. মেটা
ঘ. গ্রামারলি
উত্তর: খ. ওপেনএআই
১৫. ‘বর্ডার-গাভাস্কার ট্রফি’ কোন দুটি দেশের মধ্যকার টেস্ট ক্রিকেট সিরিজের নাম?
ক. ভারত, অস্ট্রেলিয়া
খ. ভারত, ইংল্যান্ড
গ. শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড
ঘ. ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা
উত্তর: ক. ভারত, অস্ট্রেলিয়া
১৬. ‘মুক্তির মন্দির সোপানতলে’ গানটির রচয়িতা কে?
ক. মোহিনী চৌধুরী
খ. আবদুল গাফফার চৌধুরী
গ. আহমেদ ইমতিয়াজ বুলবুল
ঘ. মীরা দেববর্মন
উত্তর: ক. মোহিনী চৌধুরী
১৭. HMPV-এর পূর্ণরূপ কী?
ক. Human Metapapillomavirus
খ. Human Paramyxovirus
গ. Human Micropicornavirus
ঘ. Human Metapneumovirus
উত্তর: ঘ. Human Metapneumovirus
১৮. ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রটেকশন অব অল পারসন্স ফ্রম এনফোর্সড ডিসেপিয়ারেন্সে (আইসিপিপিইডি) বাংলাদেশ যুক্ত হয়—
ক. ৯ ডিসেম্বর ২০২৪
খ. ২৯ আগস্ট ২০২৪
গ. ৭ সেপ্টেম্বর ২০২৪
ঘ. ৩ জানুয়ারি ২০২৫
উত্তর: খ. ২৯ আগস্ট ২০২৪
১৯. উন্নয়নশীল দেশের জোট ব্রিকসের পূর্ণ সদস্যপদ অর্জনকারী নতুন দেশ—
ক. সিঙ্গাপুর
খ. দক্ষিণ কোরিয়া
গ. ইন্দোনেশিয়া
ঘ. কাতার
উত্তর: গ. ইন্দোনেশিয়া
২০. সম্প্রতি আফ্রিকার কোন দেশ থেকে ফরাসি সামরিক উপস্থিতি প্রত্যাহার করা হয়েছে?
ক. জিবুতি
খ. মাদাগাস্কার
গ. আইভরি কোস্ট
ঘ. মৌরিতানিয়া
উত্তর: গ. আইভরি কোস্ট