অন্তর্বর্তীকালীন সরকারের বিগত তিন মাসের উল্লেখযোগ্য কার্যক্রমসংক্রান্ত প্রতিবেদন তৈরি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে দেখা যাচ্ছে, এই সময়ে মাসে চারজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। সহকারী সচিব থেকে সিনিয়র সচিব/সচিব পর্যায় পর্যন্ত ৮০ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এই সময়ে ১০১ জন কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। আজ গণমাধ্যমে পাঠানো জনপ্রশাসন মন্ত্রণালয়ের তিন মাসের উল্লেখযোগ্য কার্যক্রমসংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
তিন মাসের কার্যক্রমে দেখা গেছে, এ সময়ে ৬৫ জনকে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে (যেমন রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত নিয়োগ, বিভিন্ন সংস্থার চেয়ারম্যান, হাসপাতালসমূহের ডাক্তার, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক ইত্যাদি)।
এ ছাড়া জুলাই-আগস্টের ছাত্র–জনতার অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, শহীদ ও আহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্তকরণ, আহত ব্যক্তিদের চিকিৎসা এবং তাঁদের পরিবারবর্গকে সহায়তা প্রদানের লক্ষ্যে গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেলে দলনেতা হিসেবে অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন এবং সদস্য হিসেবে আরও চারজন উপসচিব/সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।