ইউনিয়ন সমাজকর্মী পদে চাকরিপ্রার্থীদের দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষা শেষ হলো। আজ রাতে এ পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে নিয়োগের জন্য নির্বাচিত হয়েছেন ৯৬২ জন।
নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ঠিকানায় যথাসময়ে ডাকযোগে নিয়োগপত্র পাঠানো হবে। নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় ফল প্রস্তুত করা হয়েছে।
ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগপ্রক্রিয়া দীর্ঘ পাঁচ বছর ধরে চলমান ছিল। এর আগে সমাজসেবা অধিদপ্তর থেকে কয়েকবার ফল প্রকাশের কথা বললেও ফল দেয়া হয়নি। এ নিয়ে চাকরিপ্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেছিল।
সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে জনবল নিয়োগের জন্য ২০১৮ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের চার বছর পর লিখিত পরীক্ষা নেওয়া হয় গত বছর। চলতি বছরের ৪ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত মৌখিক পরীক্ষা নেওয়া হয়।
২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর এ পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার তিন দিন আগে তা স্থগিত করা হয়। এরপর ২০২১ সালের ২৪ ডিসেম্বর পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। তবে পরীক্ষার আগের দিন বিজ্ঞপ্তি দিয়ে আবার তা স্থগিত করা হয়। পরপর দুবার এ পরীক্ষা স্থগিত হওয়ায় পরীক্ষার্থীরা প্রশ্নপত্র ফাঁসেরও অভিযোগ এনেছিলেন।
সে সময় সমাজসেবা অধিদপ্তর থেকে জানানো হয়েছিল, প্রশ্নপত্র ফাঁসের তথ্যটি সম্পূর্ণ গুজব।
পরীক্ষাসংশ্লিষ্ট সব কর্মকর্তার মুঠোফোন নম্বর পরীক্ষার দুই দিন আগে থেকেই বন্ধ ছিল।