মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরে ৮২টি অফিস সহায়কের পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে গত রোববার অনুষ্ঠিত প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির দ্বিতীয় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরে ৮২টি অফিস সহায়কের পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সৃষ্ট এসব পদগুলোর মধ্যে ময়মনসিংহ বিভাগের জন্য ১টি, প্রতি জেলার জন্য ১টি করে ৬৪টি পদ, ৪টি ডিপ্লোমা ইনস্টিটিউটের জন্য ৪টি, ১১টি উপজেলার জন্য ১১টি এবং ২টি মৎস্য বীজ উৎপাদন খামারের জন্য ২টি পদ রয়েছে।
নতুন এসব পদে কর্মী নিয়োগ করা হলে মৎস্যচাষি পর্যায়ে সেবা সম্প্রসারণ আরও ত্বরান্বিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।