রেল
রেল

রেলওয়ের বুকিং সহকারী পদে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ পেলেন ৫৭ জন

রেলওয়ের ‘বুকিং সহকারী, গ্রেড-২’ পদে অপেক্ষমাণ তালিকা (প্রথম ধাপ) থেকে ৫৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। রেলওয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেলওয়ের নিয়োগ পরীক্ষার ভিত্তিতে বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে ৫৭ প্রার্থীকে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়া হলো।

সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীদের পরবর্তী সময়ে কোনো যোগ্যতার বা কাগজপত্রের ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে ও অসত্য তথ্য প্রদান করলে বা কোনো উল্লেখযোগ্য ভুলত্রুটি পরিলক্ষিত হলে ওই প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল করা হবে।

ক্ষেত্রবিশেষে প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা হবে। চাকরিতে নিয়োগের পর এ রকম কোনো তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা ছাড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও যথাযথ এজেন্সি কর্তৃক নিয়োগের সুপারিশের আগে জীবনবৃত্তান্ত যাচাইয়ের পর নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশকৃত প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

সুপারিশ পাওয়া প্রার্থীদের তালিকা দেখা যাবে এই লিংকে