স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের ‘কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (সিডিসি)’ শীর্ষক অনুমোদিত অপারেশনাল প্ল্যানের আওতায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রকল্পে ৪৭টি পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ।
পদের নাম: ডেটা এন্ট্রি কাম ডেটা এনালিস্ট/কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৯
যোগ্যতা: এইচএসসি/সমমান পাস, ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। ডেটা এন্ট্রি কাজে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১৯,১১০ টাকা
পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ১৫
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট/সমমান পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্স ও তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১৮,৬১০ টাকা
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৬
যোগ্যতা: এসএসসি/সমমান পাস এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১৭,৬১০ টাকা
পদের নাম: ক্লিনার
পদসংখ্যা: ৭
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১৭,৬১০ টাকা
যেভাবে আবেদন
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের শেষ সময়: ২১ ডিসেম্বর ২০২১১।