আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) বাংলাদেশ অফিসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি তিনটি পদে কক্সবাজারে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: স্টাফ হেলথ অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি এবং কমপক্ষে তিন বছরের চাকরির অভিজ্ঞতা।
বেতন: আকর্ষণীয় বেতন ও মেডিকেল ইনস্যুরেন্স সুবিধা
আবেদনের শেষ তারিখ: আগামী ১২ ডিসেম্বর ২০২১
পদের নাম: জেনারেলিস্ট ফিল্ড অফিসার
পদসংখ্যা: ১
চাকরির ধরন: ৬ মাসের চুক্তি
কর্মস্থল: কক্সবাজার
যোগ্যতা: উন্নয়ন অধ্যয়ন, সমাজতত্ত্ব, নৃতত্ত্ব, পাবলিক হেলথ বা এ ধরনের বিষয়ে ডিগ্রিধারী হতে হবে। স্নাতক ডিগ্রি থাকলে সংশ্লিষ্ট কাজে চার বছরের চাকরির অভিজ্ঞতা এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকলে তিন বছরের চাকরির অভিজ্ঞতা।
বেতন: আকর্ষণীয় বেতন ও মেডিকেল ইনস্যুরেন্স সুবিধা
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ ডিসেম্বর ২০২১
পদের নাম: হেলথ ফিল্ড অফিসার (নার্স)
পদসংখ্যা: ১
চাকরির ধরন: ১ বছরের চুক্তি, তবে চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে
কর্মস্থল: কক্সবাজার
যোগ্যতা: নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি। এক বছরের শিক্ষানবিশের অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন থাকতে হবে। সরকারি বা বেসরকারি হাসপাতালে তিন থেকে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুবিধা
আবেদনের শেষ তারিখ: আগামী ১১ ডিসেম্বর ২০২১
যেভাবে আবেদন
সব পদের জন্য আগ্রহী প্রার্থীদের এ ওয়েবসাইটে নিবন্ধন করে আবেদন করতে হবে।