৩৭ তম বিসিএসের নন ক্যাডার থেকে আরও ৯৯ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করে পিএসসি।
রেলওয়ের সহকারী সার্জন পদে ৮ জন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পদে ১৮ জন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের পরিসংখ্যান কর্মকর্তা পদে ২০ জন, খাদ্য মন্ত্রনায়লে ৫ জন সহ ৯৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
পিএসসি জানায়, এর আাগে এই বিসিএসে নন ক্যাডার থেকে ৫৭৮ জনকে প্রথম শ্রেণিতে নিয়োগের সুপারিশ করা হয়েছে। সব মিলে ৩৭তম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে এ পর্যন্ত ৬৭৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করল পিএসসি।
৩৭তম বিসিএসে ৩ হাজার ৪৫৪ জনকে নন ক্যাডারে অপেক্ষমাণ রাখা হয়েছে। পদ পাওয়া সাপেক্ষে তাঁদের নিয়োগ দেওয়া হবে বলে পিএসসি সূত্র জানিয়েছে।
৩৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৪ হাজার ৭৬৮ জন উত্তীর্ণ হলেও বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৩১৪ জনকে সুপারিশ করা হয়।