ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার (নেভাল আর্কিটেক্ট) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিনিয়র অফিসার (নেভাল আর্কিটেক্ট) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ১৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা ২৮ ডিসেম্বর বেলা তিনটায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের প্রধান ভবন (৪র্থ তলা), ঢাকায় এ পরীক্ষা নেওয়া হবে।
মৌখিক পরীক্ষার জন্য নতুন ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। কাগজপত্র চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে আসতে হবে। পরীক্ষার্থীদের অবশ্যই কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরে আসতে হবে।
মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর: ৬০০৫, ৬০২০, ৬০২৭, ৬০৩২, ৬০৩৮, ৬০৩৯, ৬০৪০, ৬০৪৫, ৬০৪৭, ৬০৫৫, ৬০৫৭, ৬০৬৮, ৬০৭৯, ৬০৯১, ৬০৯৪, ৬০৯৫।