৩ হাজার চাকরিপ্রত্যাশী তরুণ ও ৩০টি দেশি-বিদেশি চাকরিদাতা প্রতিষ্ঠানের অংশগ্রহণে গতকাল শনিবার ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) অনুষ্ঠিত হলো ‘প্লেসমেন্ট ডে ২০২০।’ এতে প্রায় তিন শ আবেদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। চট্টগ্রামে বসবাসরত তরুণদের ক্যারিয়ার গঠনে সহায়তা করার লক্ষ্যে শেঠ প্রপার্টিজ ও কেএসআরএমর সহযোগিতায় দিনব্যাপী এ চাকরি মেলার আয়োজন করে ইডিইউ।
অনুষ্ঠানে মূল বক্তা বাংলাদেশের গুগলের প্রাক্তন কান্ট্রি ম্যানেজার কাজী মনিরুল কবির বলেন, জীবনের বাঁকে বাঁকে মানুষ অনেক সময় দিশেহারা হয়ে পড়ে। দিকনির্দেশনা দেওয়ার জন্যও অনেকেই থাকলেও দিন শেষে নিজেকেই নিজের পথ খুঁজে নিতে হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইডিইউর উপাচার্য মু. সিকান্দার খান বলেন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে হবে। যাতে এ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই চট্টগ্রাম ও বাংলাদেশকে বিশ্ববাসী চিনতে পারে। এ দায়িত্ব মূলত শিক্ষার্থীদের।
অনুষ্ঠানের গেস্ট অব অনার ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, চট্টগ্রামের মেধাবীদের আঞ্চলিকতার গণ্ডি থেকে বের হয়ে ঢাকাসহ সারা বিশ্বে যাতে ক্যারিয়ার গড়তে পারে, সে লক্ষ্যে এ আয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জুনকস কনসালটিংয়ের সহপ্রতিষ্ঠাতা মতিউল ইসলাম।
বাংলাদেশে পরিচালিত ৩০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে এক ছাদের নিচে এনে চাকরিদাতা ও প্রার্থীদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনে সহযোগিতা করাই এ আয়োজনের উদ্দেশ্য। এ ছাড়া ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে দিনব্যাপী সেমিনারেরও আয়োজন ছিল। এ উৎসবের ডিজিটাল পার্টনার ছিল প্রথম আলো ডটকম ও টেলিভিশন মিডিয়া পার্টনার একাত্তর টিভি, ফুড পার্টনার টেরাকোটা।
ইডিইউর কোষাধ্যক্ষ সামস উদ-দোহার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ইডিইউর নেটওয়ার্কিং অ্যান্ড প্লেসমেন্ট সেলের ডিরেক্টর শাফায়েত কবির চৌধুরী।