বিদেশি মুদ্রা লেনদেনের নামে ‘প্রতারণা’ করার অভিযোগ উঠেছে এমএলএম কোম্পানি ‘অনপেসিভ’–এর বিরুদ্ধে। এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমে বিনিয়োগ, লেনদেন ও প্রচার থেকে বিরত থাকতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গতকাল বৃহস্পতিবার সতর্কতামূলক এ বিজ্ঞপ্তি জারি করা হয়।
‘অনপেসিভ নামক এমএলএম কোম্পানির প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্কবার্তা’ শিরোনামে এ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে বাংলাদেশে বিভিন্ন পঞ্জি স্কিম বা মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠান বিভিন্ন প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। সম্প্রতি অনপেসিভ ডটকম নামক একটি ওয়েবসাইট থেকে একই রকম কার্যক্রম পরিচালনার বিষয়টি নজরে এসেছে। অনপেসিভ নামক এই পঞ্জি স্কিমে এরই মধ্যে বাংলাদেশের বিপুলসংখ্যক বিনিয়োগকারী বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অর্থ পাচার প্রতিরোধ আইনে প্রতারণা একটি অপরাধ। তাই অনপেসিভ বা এ ধরনের প্রতারণামূলক পঞ্জি স্কিমে বিনিয়োগ, লেনদেন, লেনদেনে সহায়তা প্রদান ও প্রচার করে অপরাধ করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে।