দেশের বাজারে এসেছে সাশ্রয়ী ও উচ্চমানসম্পন্ন লুব্রিকেন্ট বা ইঞ্জিন তেল পেট্রোনাস নেক্সটা। ক্রেতারা এখন কম দামে উচ্চমানের লুব্রিকেন্ট কিনতে পারবেন।
গত শুক্রবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে পেট্রোনাস নেক্সটার বিক্রয় ও বিপণন কার্যক্রম শুরু হয়। যদিও চলতি ডিসেম্বর থেকেই সারা দেশে অনুমোদিত পেট্রোনাস ডিলার, ওয়ার্কশপ, খুচরা যন্ত্রাংশ ও খুচরা আউটলেটে পেট্রোনাস নেক্সটা পাওয়া যাচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পেট্রোনাসের বৈশ্বিক লুব্রিকেন্ট উৎপাদন ও বিপণন শাখা পেট্রোনাস লুব্রিকেন্টস ইন্টারন্যাশনাল (পিএলসি) এবং বাংলাদেশের অনুমোদিত পরিবেশক ইউনাইটেড লুব অয়েল লিমিটেড (ইউএলওএল) যৌথভাবে দেশের বাজারে পেট্রোনাস নেক্সটা নিয়ে এসেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটি বাংলাদেশের বৃহত্তর ভোক্তাদের জন্য বিশেষভাবে নকশা করা একটি উদ্ভাবনী পণ্য, যা ইতালির তুরিনে প্রতিষ্ঠিত কোম্পানির গ্লোবাল রিসার্চ অ্যান্ড টেকনোলজি সেন্টারে প্রস্তুত করা হয়েছে। উন্নত ফরমুলেশন ও মানসম্পন্ন উপাদানের সমন্বয়ে তৈরি এই লুব্রিকেন্ট ভোক্তাদের আকর্ষণীয় মূল্যে সিনথেটিক প্রযুক্তির সুবিধা ও অনন্য ড্রাইভিং অভিজ্ঞতা দেবে।
অনুষ্ঠানে পেট্রোনাস লুব্রিকেন্টস ইন্টারন্যাশনালের সাউথইস্ট এশিয়া ক্লাস্টারের প্রধান গ্যান সুন কিয়াট বলেন, ‘উদ্ভাবন ও গ্রাহককেন্দ্রিক পণ্যের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন হচ্ছে পেট্রোনাস নেক্সটা। আমাদের ফ্লুইড টেকনোলজি সলিউশনের সহায়তায় এই পণ্য তৈরি করা হয়েছে, যাদের পারদর্শিতায় ফর্মুলা ওয়ান রেসট্র্যাকের বিজয়ীরাও আস্থা রাখেন।’
গ্যান সুন কিয়াট আরও বলেন, ‘উদ্ভাবনী এই পণ্য বাংলাদেশের বাজারে আমাদের অবস্থানকে আরও দৃঢ় করবে এবং গ্রাহকসংখ্যা আরও বাড়াতে সহায়ক হবে।’
ইউনাইটেড লুব অয়েল লিমিটেডের পরিচালক ওয়ায়েজ মাহমুদ বলেন, ‘পেট্রোনাস নেক্সটা শুধু একটি ইঞ্জিন তেল নয়; এর সমন্বিত উপযোগিতা গাড়ি রাখে সুরক্ষিত, ইঞ্জিনের কার্যকারিতা বাড়ায় এবং ইঞ্জিনের আয়ু বাড়াতে সহায়ক হয়। আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের ভোক্তাদের হাতে সাশ্রয়ী দামে অত্যাধুনিক এই ফর্মুলেশনটি (পণ্য) পৌঁছে দেওয়া।’
বাংলাদেশের বাজারের পাশাপাশি এশিয়ার অন্যান্য বাজারেও পণ্যটি বিক্রির লক্ষ্য রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। এ ছাড়া অদূর ভবিষ্যতে অন্যান্য বৈশ্বিক বাজারেও পণ্যটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।