যুক্তরাষ্ট্রে টয়োটাকে পেছনে ফেলে আবারও শীর্ষে জেনারেল মটরস

ফাইল ছবি
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের গাড়ির বাজারে হারানো শীর্ষ স্থানটি আবারও ফিরে পেল জেনারেল মটরস (জিই)। প্রায় শতাব্দী ধরে যুক্তরাষ্ট্রে গাড়ি বিক্রিতে শীর্ষে ছিল জেনারেল মটরস। কিন্তু এক বছর আগে জাপানি গাড়ির ব্র্যান্ড টয়োটার কাছে সেই শীর্ষ স্থান হারায় জিই। কিন্তু গত বছর শেষে সেই হারানো স্থান পুনরুদ্ধার করেছে জিই। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত বুধবার জিই জানিয়েছে, যুক্তরাষ্ট্রে গত বছর তারা ২৩ লাখ গাড়ি বিক্রি করেছে। মূলত বছরের চতুর্থ প্রান্তিকে গাড়ি বিক্রিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হওয়ায় বছর শেষে তাদের বিক্রি আগের বছরের চেয়ে এক লাখ বেড়েছে। ২০২১ সালে প্রতিষ্ঠানটি ২২ লাখ গাড়ি বিক্রি করেছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রে জিইর এক লাখ গাড়ি বিক্রি বেড়েছে। তাতেই হারানো শীর্ষ স্থানটি ফিরে পেয়েছে প্রতিষ্ঠানটি। জিই বলছে, সদ্য বিদায়ী বছরের চতুর্থ প্রান্তিকে তাদের বিক্রি আগের বছরের চেয়ে ৪১ শতাংশ বেশি ছিল।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের বাজারে গাড়ি বিক্রিতে শীর্ষে ছিল টয়োটা মটরস। কিন্তু সদ্য বিদায়ী বছরে টয়োটার বিক্রি আগের বছরের চেয়ে ১০ শতাংশ কমে গেছে। গত বছর প্রতিষ্ঠানটি ২১ লাখ গাড়ি বিক্রি করেছে।

দুই বছর ধরে গাড়িশিল্প চিপস ও যন্ত্রাংশের সংকটে ভুগছে। তাতে এ খাতের সব প্রতিষ্ঠানের বিক্রি কিছুটা বাধাগ্রস্ত হয়। এ সংকটের ফলে সামগ্রিকভাবে গত বছর যুক্তরাষ্ট্রে গাড়ি বিক্রির পরিমাণ কমে যেতে পারে বলে ধারণা করছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে যুক্তরাষ্ট্রের বাজারে গাড়ি বিক্রির সামগ্রিক তথ্য এখনো পাওয়া যায়নি। ফলে সামগ্রিকভাবে কী পরিমাণ বিক্রি কমেছে, তা এখনো জানা যায়নি।

এদিকে, সব ধরনের পূর্বাভাস বলছে, চলতি বছর গাড়িশিল্পে সরবরাহজনিত সংকট কেটে যাবে। তাতে গাড়ি কোম্পানিগুলো তাদের উৎপাদন বাড়াতে পারবে। সদ্য বিদায়ী বছরের শেষ প্রান্তিকে গাড়ি বিক্রি বেড়ে যাওয়াকে তারই ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। গাড়ির মূল্যবৃদ্ধি এবং সুদের হার বৃদ্ধির কারণে গাড়ি কেনা এখন আগের চেয়ে অনেক বেশি ব্যয়বহুল হয়েছে। তা সত্ত্বেও বিক্রি বেড়েছে। এ কারণে চলতি বছর এক কোটি ৪০ লাখ গাড়ি বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।