যুক্তরাষ্ট্র ও ইউরোপের পর এবার চীনের বৈদ্যুতিক গাড়িতে শুল্ক আরোপ করছে কানাডা। দেশটি জানিয়েছে, চীনে উৎপাদিত বৈদ্যুতিক গাড়িতে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এখানেই শেষ নয়, কানাডা চীনে উৎপাদিত ইস্পাত ও অ্যালুমিনিয়ামে ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা জানিয়েছে।
বৈদ্যুতিক গাড়িতে শুল্ক আরোপের কারণ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সুরে কথা বলছে কানাডা। তাদের অভিযোগ, চীন এই শিল্পে বিপুল পরিমাণ ভর্তুকি দেয় এবং সে কারণে তারা বাজারে অন্যায় সুবিধা পাচ্ছে। চীন বলেছে, কানাডার এই সিদ্ধান্ত বাণিজ্য সুরক্ষাবাদের অংশ। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম ভঙ্গ করে এই শুল্ক আরোপ করা হচ্ছে।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘আমরা দেশের গাড়িশিল্পকে উন্নত করতে চাই এবং এর মধ্য দিয়ে আমরা বিশ্ববাজারে নেতৃত্বের আসনে যেতে চাই। কিন্তু চীনের মতো দেশ এই খাতে বিপুল পরিমাণে ভর্তুকি দিয়ে বিশ্ববাজারে অন্যায় সুবিধা পাচ্ছে।’
বিবিসির সংবাদে বলা হয়েছে, চীনের উৎপাদিত বৈদ্যুতিক গাড়িতে কানাডা যে শুল্ক আরোপ করেছে, তা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে এবং ইস্পাত ও অ্যালুমিনিয়ামে তারা যে শুল্ক আরোপ করেছে, তা কার্যকর হবে আগামী ১৫ অক্টোবর থেকে।
এর আগে চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র চীনের উৎপাদিত বৈদ্যুতিক গাড়িতে শুল্ক চার গুণ বাড়িয়ে ১০০ শতাংশে উন্নীত করেছে এবং তার আগে ইউরোপীয় ইউনিয়ন বৈদ্যুতিক গাড়িতে শুল্ক বাড়িয়ে ৩৬ দশমিক ৩ শতাংশে উন্নীত করেছে।
কানাডা সরকারের এই শুল্ক থেকে মার্কিন কোম্পানি টেসলাও বাদ পড়বে না। চীনের সাংহাই কারখানায় টেসলা যে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করছে, সেগুলো কানাডার বাজারে ঢুকতে ১০০ শতাংশ শুল্কের মুখে পড়বে।
এ ছাড়া কানাডার এই সিদ্ধান্তের ফলে বিএমডব্লিউ, ফক্সওয়াগন ও মার্সিডিজ বেঞ্জের মতো ইউরোপীয় গাড়ি কোম্পানিগুলোও ক্ষতিগ্রস্ত হতে পারে। চীনে কারখানা করা হলে সে দেশের সরকার ভর্তুকি দেয়, ইউরোপীয় কোম্পানিগুলোও সেই সুবিধা পেয়ে আসছে। এর মধ্যে আছে সস্তা জমি, তুলনামূলক শিথিল করনীতি ও অন্যান্য আইনি সুবিধা। ইউরোপীয় ইউনিয়ন চীনে উৎপাদিত বৈদ্যুতিক গাড়িতে বাড়তি শুল্ক আরোপ করায় জার্মান কোম্পানিগুলো এ কারণেই আপত্তি জানিয়েছিল।
কানাডার শুল্কের বিপরীতে চীন প্রতিশোধমূলক ব্যবস্থা নিলে বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে, যেমনটা হয়েছিল ট্রাম্পের জামানায় যুক্তরাষ্ট্রের সঙ্গে।
সংবাদে বলা হয়েছে, কানাডার বাজারে চীনের বৈদ্যুতিক গাড়ি এখনো সেভাবে না চললেও বিওয়াইডির মতো কোম্পানি সেখানে প্রবেশের চেষ্টা করছে। কিন্তু কানাডা সরকার আগেভাগেই নিজের বাজার সুরক্ষিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।