ভারতে গাড়ির কারখানা চালুর জন্য দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেছে ইলন মাস্কের কোম্পানি টেসলা। ভারতে বছরে পাঁচ লাখ গাড়ি উৎপাদনক্ষমতাসম্পন্ন একটি কারখানা স্থাপনের প্রস্তাব নিয়ে আলোচনা করছে তারা। তবে এ কারখানায় যেসব গাড়ি উৎপাদিত হবে, তার ন্যূনতম দাম হবে ২০ লাখ রুপি।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, চীনে অনেক আগেই কারখানা করেছে বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা। সেখানে তারা বিপুল পরিমাণে গাড়ি উৎপাদন করছে। কিন্তু এত দিন নানা ধরনের প্রতিবন্ধকতার কারণে টেসলা ভারতে কারখানা করেনি। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেসলার প্রধান ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের পরই বরফ গলতে শুরু করেছে।
সেই সাক্ষাতের পর ইলন মাস্ক বলেছিলেন, ব্যক্তিগতভাবে তিনি নরেন্দ্র মোদির অনুরাগী, তিনি দেশের কথা ভাবেন। তিনি টেসলাকে ভারতে বিনিয়োগের কথা বলেছেন। নরেন্দ্র মোদির সঙ্গে এই সাক্ষাৎ ছিল চমৎকার।
টেসলা ভারতে কারখানা করার প্রস্তাব নিয়ে আলোচনা করছে। তবে এ কারখানায় উৎপাদিত গাড়ি শুধু ভারতেই নয়, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে বাজারজাত করার জন্য ভারতকে রপ্তানির কেন্দ্র হিসেবে তারা চিন্তা করছে।
ভারত সরকারের একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছে, ‘টেসলা পরিকল্পনা নিয়ে আমাদের কাছে এসেছে। আমাদের বিশ্বাস, এবার এই আলোচনা থেকে ইতিবাচক ফল বেরিয়ে আসবে।’
ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এ আলোচনায় নেতৃত্ব দিচ্ছে। তারা আশা করছে, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে ভালো একটি চুক্তি করা সম্ভব হবে। তবে এ বিষয়ে টেসলার প্রধান কার্যালয়ে টাইমস অব ইন্ডিয়া ই-মেইল পাঠালেও তারা জবাব দেয়নি।
২০১৯ সাল থেকেই ভারতে আসার কথা ইলন মাস্কের টেসলার। কিন্তু শেষ পর্যন্ত ২০২১ সালে মাস্ক জানিয়ে দেন, উচ্চ শুল্কের কারণে ভারতে কারখানা করা হবে না। এ ছাড়া বৈদ্যুতিক গাড়ির সহায়ক পরিবেশ তৈরিতে ভারতের মনোভাব নিয়েও প্রশ্ন তুলেছিলেন টেসলা কর্ণধার। তখন তাঁর শর্ত ছিল, আমদানি করা গাড়ি বিক্রি সফল হলেই কেবল ভারতে কারখানা নির্মাণের কথা ভাবা হবে।
তখন মাস্ক আশা করেছিলেন, বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে অন্তত সাময়িকভাবে শুল্ক কমাবে ভারতের কেন্দ্রীয় সরকার। কিন্তু তখন না তা হওয়ায় কারখানা চালুর পথে হাঁটেননি মাস্ক। এবার কী হয়, সেটাই এখন দেখার অপেক্ষায় বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।