ভারতে টিভি বিক্রি বন্ধ করছে চীনের ওয়ানপ্লাস ও রিয়েলমি

ছবি:  ওয়ানপ্লাসের সৌজন্যে

অক্টোবর মাসজুড়ে চলছে ক্রিকেট বিশ্বকাপ। এই টুর্নামেন্টে অন্যতম ফেবারিট দল ভারত। পাশাপাশি চলছে পূজার মৌসুম। ফলে এ সময় ভারতে টিভির মতো ইলেকট্রনিকস পণ্যের বিক্রি বাড়ছে। কিন্তু এমন ভরা মৌসুমেই ভারতে টেলিভিশন  উৎপাদন ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে দুই চীনা কোম্পানি—ওয়ানপ্লাস ও রিয়েলমি।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারতে চীনা কোম্পানিগুলো তীব্র চাপের মধ্যে রয়েছে এবং এই পরিস্থিতির প্রতিবেশী দেশের দুটি শীর্ষ ইলেকট্রনিকস নির্মাতা কোম্পানি হঠাৎ এমন সিদ্ধান্তের কথা জানাল। তবে টেলিভিশন উৎপাদন থেকে সরে গেলেও স্মার্টফোন ব্যবসা চালিয়ে যাবে এই দুই কোম্পানি। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ওয়ানপ্লাস ও রিয়েলমি কোনো উত্তর দেয়নি।

ভারতে স্মার্ট টিভি বিক্রির দিক থেকে চীনা কোম্পানি শাওমি ভালো অবস্থানে রয়েছে। এই ধারাবাহিকতায় ওয়ানপ্লাস এবং রিয়েলমিও দেশটিতে স্মার্ট টিভি বিক্রিতে বেশ ভালো করছিল। এসব কোম্পানি টিভির বিপণন চ্যানেল ও ব্র্যান্ডিং তৈরিতে বড় বিনিয়োগ করেছে।

অন্যদিকে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ও ডিজনি হটস্টারের মতো স্ট্রিমিং পরিষেবাগুলোর জনপ্রিয়তার কারণে স্মার্ট টিভির চাহিদা বেড়েছে। পাশাপাশি ইন্টারনেটের প্রসার ও ডেটার সাশ্রয়ী দামের কারণে গত কয়েক বছরে টিভি বিক্রি করে বেশ লাভও করেছে কোম্পানিগুলো।  

ছবি: রিয়েলমির সৌজন্যে

বর্তমানে ভারতে টিভির বাজারে পুরোনো ব্র্যান্ডগুলোর মধ্যে এলজি, স্যামসাং, সনি ও প্যানাসনিক রয়েছে। এ ছাড়া চীনের কোম্পানি শাওমি ও টিসিএলের মতো নতুন কোম্পানিও রয়েছে।

ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের তথ্য অনুসারে, চলতি বছরের প্রথমার্ধে ৪৫ লাখ টিভি ভারতের বাজারে এসেছে, যা গত বছরের তুলনায় ৮ শতাংশ বেশি।