বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের রুপিতে যে বাণিজ্যিক লেনদেন শুরু হয়েছে, ভবিষ্যতে তার পরিসর বড় হওয়ার সম্ভাবনা আছে। দুই দেশের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত জুলাই মাসে রুপিতে পরিমিত (মডেস্ট) পরিসরে লেনদেন শুরু হয়েছে। তবে দীর্ঘ মেয়াদে, বিশেষ করে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানির ক্ষেত্রে এর বিপুল সম্ভাবনা আছে।
আজ বুধবার রাজধানীর গুলশান ক্লাবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের (আইবিএফবি) বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন প্রণয় ভার্মা। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন তিনি।
বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন সম্মেলন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন আইবিএফবির সভাপতি ও এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশীদ।
অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা আরও বলেন, দুই দেশের মধ্যে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ বা সমন্বিত অর্থনৈতিক অংশীদারি তৈরির জন্য আমরা (ভারত ও বাংলাদেশ) শিগগিরই আলোচনা শুরু করতে যাচ্ছি। এটা বাস্তবায়িত হলে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়বে।
বাংলাদেশ ব্যাংক ও ভারতের ন্যাশনাল পেমেন্ট করপোরেশন সম্প্রতি একটি সমঝোতা চুক্তি সই করেছে জানিয়ে প্রণয় ভার্মা বলেন, এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট অবকাঠামোর আওতা বাড়বে। এ ছাড়া ব্যবসা সহজীকরণে পণ্যের মাননির্ণয় প্রক্রিয়া প্রমিতকরণের চিন্তা করা হচ্ছে। তিনি আরও বলেন, তৃতীয় দেশে রপ্তানির জন্য ভারতের স্থলবন্দর এবং কলকাতা ও দিল্লি বিমানবন্দর কেন্দ্র হিসেবে ব্যবহার করতে পারে বাংলাদেশ।
পাশাপাশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করা হবে বলে জানান তিনি।