ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের দর গতকাল মঙ্গলবার চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। জাপানের কেন্দ্রীয় ব্যাংক টানা আট বছর ঋণাত্মক সুদহারের ধারা থেকে বেরিয়ে আসার ঘোষণা দেওয়ার পর ইয়েনের এই দরপতন হয়েছে। সব মিলিয়ে ১৭ বছর পর নীতি সুদহার বাড়িয়েছে তারা। ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণ হলো, চলতি সপ্তাহে ফেডারেল রিজার্ভ নীতি সুদহারের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, তা নিয়ে জল্পনা-কল্পনা।
বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, জাপানের কেন্দ্রীয় ব্যাংক টানা অর্থনীতি চাঙা করতে প্রায় দশকব্যাপী মুদ্রানীতির রাশ আলগা রেখে প্রণোদনা দিয়েছে। টানা আট বছর তাদের নীতি সুদহার ঋণাত্মক ছিল। কিন্তু চলতি সপ্তাহে টানা দুই দিন মুদ্রানীতি কমিটির বৈঠকের পর জাপানের কেন্দ্রীয় ব্যাংক এই ধারা থেকে বেরিয়ে এসেছে।
অধিকাংশ বিনিয়োগকারী ধারণা করেছিলেন, ইয়েনের দরে পরিবর্তন আসতে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণার পর একসময় প্রতি ডলারের দাম দাঁড়ায় ১৫০ দশমিক ৯৬ ইয়েন। তবে শেষ পর্যন্ত গতকাল ইয়েনের ১ দশমিক ১৯ শতাংশ দরপতন হয়; ফলে প্রতি ডলারের বিপরীতে তার মান দাঁড়ায় ১৫০ দশমিক ৯১ ইয়েন। এ ছাড়া ইউরোর বিপরীতে ইয়েনের ১ দশমিক ১ শতাংশ দরপতন হয়; প্রতি ইউরোর বিপরীতে পাওয়া গেছে ১৬৩ দশমিক ৯৯ ইয়েন। ফলে ইউরোর বিপরীতে ইয়েনের মানও গত চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
নিউইয়র্কভিত্তিক বিনিয়োগ ব্যাংক জেফরিসের বৈদেশিক মুদ্রা বিভাগের বৈশ্বিক প্রধান ব্র্যাড বেকটেল বলেন, ‘মুদ্রা ও আর্থিক বাজার স্থানীয় পর্যায়ে যেভাবে কাজ করে, সেটা তারা খুব ভালোভাবে স্বাভাবিকীকরণের পক্ষে। আমার মনে হয়, সেই পর্যায়ে যেতে তারা অনেকগুলো বড় পদক্ষেপ নিয়েছে।’
জাপানের কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার বৃদ্ধি করেছে ১৭ বছর পর। ব্যাংক অব জাপান বলেছে, স্বল্প মেয়াদি সুদহার শূন্য থেকে শূন্য দশমিক ১ শতাংশের মধ্যে থাকবে। তবে তারা ধারণা করছে, আরও কিছুদিন আর্থিক শিথিলতা থাকবে।
এই পরিস্থিতিতে ইয়েনের ওপর চাপ অব্যাহত থাকবে; কারণ, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রে নীতি সুদহারের ব্যবধান বাড়তির দিকেই থাকবে। ফেডারেল রিজার্ভ নীতি সুদহার অপরিবর্তিত রাখলে ট্রেজারি বন্ডের সুদহারও ওপরের দিকে থাকবে, পরিণামে বিনিয়োগকারীরা মার্কিন বন্ডের প্রতি আরও আকৃষ্ট হবেন।
ব্যাংক অব জাপানের মুদ্রানীতি ঘোষণার পর চলতি সপ্তাহে ফেডারেল রিজার্ভও নীতি সুদহার ঘোষণা করতে যাচ্ছে। আগে ধারণা ছিল, মার্চ মাসেই তারা নীতি সুদহার কমাবে। কিন্তু মূল্যস্ফীতির হার আবার কিছুটা বেড়ে যাওয়ায় এখন ধারণা করা হচ্ছে, তারা নীতি সুদহার অপরিবর্তিত রাখবে।
বিশ্লেষকেরা বলেন, ফেডারেল রিজার্ভ ও ব্যাংক অব জাপান যখন একত্রে কাজ করতে উদ্যত হয়, তখন দেখা যায়, ফেডারেল রিজার্ভের হাতেই নেতৃত্বের রাশ থাকে। ব্যাংক অব জাপানের ভূমিকা এখানে গৌণ। ডলার-ইয়েনের বিনিময় হারের ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য।
এদিকে বিশ্বের প্রধান ছয়টি মুদ্রার বিপরীতে ডলারের অবস্থানবিষয়ক সূচক ডলার ইনডেক্স গতকাল দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ছিল। এই পরিস্থিতিতে ডলারে সাপেক্ষে ইউরো ও পাউন্ড স্টার্লিংয়ের মান দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এ ছাড়া গতকাল বিটকয়েনের দাম ৪ দশমিক ০৭ শতাংশ কমে ৬২ হাজার ৬২৪ ডলারে নেমে এসেছে।