ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে পাকা সোনার দাম শুক্রবার এ–যাবৎকালের সর্বোচ্চ ৫৯ হাজার ৪৬১ রুপিতে উঠেছিল। দিন শেষে তা আবার কিছুটা কমে ৫৯ হাজার ৪২০ রুপিতে নেমে এসেছে। শুক্রবার ১০ গ্রাম পাকা সোনার দাম ২ দশমিক ৪১ শতাংশ বা ১ হাজার ৪১৪ রুপি বেড়েছে।
বাজারবিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববাজারের যে হালচাল, তাতে আগামী সপ্তাহে সোনার দাম ৬০ হাজার রুপি ছাড়িয়ে যেতে পারে।
অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়লেই বিনিয়োগকারীরা নিরাপদ মাধ্যম হিসেবে সোনা কেনেন। চাহিদা বাড়লে স্বাভাবিকভাবেই তখন সোনার দাম বেড়ে যায়। ফলে যুক্তরাষ্ট্রের তিন দিনের ব্যবধানে দুটি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার এবং সামগ্রিকভাবে ব্যাংকিং খাতের স্বাস্থ্য নিয়ে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, তার জেরে সোনার বাজার আবার চাঙা হচ্ছে।
আন্তর্জাতিক দামের সঙ্গে তাল মিলিয়ে ভারতেও বাড়ছে সোনার দাম।
আজ শনিবার বিশ্ববাজারে আউন্সপ্রতি সোনার দাম বেড়েছে ৬৬ দশমিক ৭০ ডলার। এই প্রতিবেদন লেখার সময় গোল্ড প্রাইস ডট অর্গে সোনার দাম ছিল আউন্সপ্রতি ১ হাজার ৯৮৮ ডলার। গত এক মাসে দাম বেড়েছে ৮৭ দশমিক শূন্য ৩ ডলার। এ ছাড়া গত ছয় মাসে সোনার দাম বেড়েছে ২৪৬ দশমিক শূন্য ৯ ডলার।
উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলায় বিশ্বের বিভিন্ন ব্যাংক নীতি সুদহার বাড়িয়েছে। সুদের হার বাড়িয়ে চাহিদা কমানোর জেরে গতি কমেছে বিশ্ব অর্থনীতির। চলতি অর্থবছরে তার গতি আরও কমতে পারে বলে আশঙ্কা। এ অবস্থায় গত সপ্তাহে দিন দিনের ব্যবধানে বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংক।
আজকের যুগ বিশ্বায়নের কাল। যুক্তরাষ্ট্রের ব্যাংক বন্ধ হয়ে ইউরোপে তার প্রভাব পড়তে বেশি সময় লাগে না। গত বুধবার খবর আসে, বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাংক ক্রেডিট সুইসের আর্থিক অবস্থাও ভালো নয়। তারা ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ৫ হাজার ৪০০ কোটি ডলার ঋণ নিয়েছে।
এই আতঙ্কের মধ্যে জানা গেল, আর্থিক সমস্যার জেরে আমেরিকার ফার্স্ট রিপাবলিক ব্যাংক বিক্রির কথা ভাবা হচ্ছে। এ পরিস্থিতিতে শেয়ারবাজারও নড়বড়ে। তাই বিশ্ববাজারে বাড়ছে সোনার দাম। ফলে ভারতেও তার ঊর্ধ্বগতি আপাতত বজায় থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আবার নীতি সুদহার বাড়ায় কি না, তার দিকে তাকিয়ে আছে বিশ্ববাজার। বিশ্লেষকেরা বলেন, ফেড নীতি সুদহার বাড়ালে সোনার দাম কমবে; কারণ, ঋণপত্রের বাজার বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে।’ তবে ব্যাংক দেউলিয়া হওয়ার ঘটনা মাথায় রেখে ফেড নীতি সুদহার বৃদ্ধিতে ইতি টানলে সোনার দাম আরও বাড়তে পারে বলে তিনি দাবি করেন।
এদিকে বাংলাদেশের বাজারে এখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯১ হাজার ৯৬ টাকা।