আগামী কয়েক বছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়লেও চীনের কমবে বলে পূর্বাভাস দিয়েছে এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস। ‘চায়না স্লোস ইন্ডিয়া গ্রোস’ বা ‘চীনের গতি কমে যাচ্ছে, ভারতের বাড়ছে’ শিরোনামের এক প্রতিবেদনে এসঅ্যান্ডপির ধারণা, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রবৃদ্ধির কেন্দ্র চীন থেকে সরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দিকে চলে আসবে।
ইকোনমিক টাইমসের সংবাদে এই তথ্য দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক এই ঋণমান নির্ণয়কারী সংস্থার পূর্বাভাস, ২০২৪ সালে চীনের জিডিপি প্রবৃদ্ধির হার ৪ দশমিক ৬ শতাংশে নেমে আসবে, ২০২৫ সালে যা ৪ দশমিক ৮ শতাংশে উন্নীত হতে পারে। এরপর ২০২৬ সালে তা আবার ৪ দশমিক ৬ শতাংশে নামতে পারে। ২০২৬ সালে ভারতের প্রবৃদ্ধি হতে পারে ৭ শতাংশ, ভিয়েতনামের হতে পারে ৬ দশমিক ৮ শতাংশ, ফিলিপাইনের ৬ দশমিক ৪ শতাংশ আর ইন্দোনেশিয়ার প্রবৃদ্ধি হতে পারে ৫ শতাংশ।
সেই সঙ্গে চলতি অর্থবছরে ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ঋণমান সংস্থা। তারা মনে করছে, চলতি অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৪ শতাংশ। পরের বছর অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরে তা ৬ দশমিক ৯ শতাংশ এবং তারপরের বছর ২০২৬ সালে তা ৭ শতাংশ স্পর্শ করতে পারে, যা আগেই বলা হয়েছে।
তবে এসঅ্যান্ডপি বলেছে, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কেন্দ্রীয় ব্যাংকগুলো নীতি সুদহার ওপরের দিকেই রাখবে। ফলে ঋণের খরচ আরও বাড়বে।
ভূরাজনীতি নিয়েও আলোকপাত করেছে এসঅ্যান্ডপি। তারা বলছে, মধ্যপ্রাচ্যে সংঘাত বেড়ে যাওয়ার কারণে বৈশ্বিক সরবরাহব্যবস্থা আবারও ক্ষতিগ্রস্ত হবে এবং তার সঙ্গে জ্বালানির দামও বাড়তে পারে। এর পরিণতিতে মূল্যস্ফীতি অবশ্যম্ভাবী রূপে বৃদ্ধি পাবে। মূল্যস্ফীতি বাড়লে যেমন বাজারে চাহিদা কমবে, তেমনি করপোরেট প্রতিষ্ঠানগুলোর মুনাফাও কমবে।
এদিকে বর্তমানে ভারতের যে হারে প্রবৃদ্ধি হচ্ছে, তাতে আগামী ২০২৭ সালের মধ্যে দেশটি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির স্বীকৃতি পাবে বলে মনে করছে ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার গবেষণাপ্রতিষ্ঠান এসবিআই রিসার্চ। এই প্রক্রিয়ায় তারা জাপান ও জার্মানিকে অতিক্রম করে যাবে।
এর আগে করা এসবিআইয়ের এক প্রতিবেদনের বরাত দিয়ে ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, ভারত ২০২৯ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির স্বীকৃতি পাবে বলে মনে করা হচ্ছিল, এখন তারা সেই ক্ষণ আরও দুই বছর এগিয়ে এনেছে।
জিডিপির আকার অনুযায়ী, এখন বিশ্বের প্রথম ও দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির স্থানে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও চীন। ৩ নম্বরে আছে জাপান। চতুর্থ স্থানে থাকা জার্মানির পর এই তালিকায় ভারতের স্থান পঞ্চম।
এখনকার বাস্তবতায় ৬ থেকে ৭ শতাংশ প্রবৃদ্ধি ভালো বলেই মনে করে এসবিআই রিসার্চ।