মার্কিন ডলার
মার্কিন ডলার

এক বছরে ভারতের রিজার্ভ বেড়েছে ৫৮ বিলিয়ন ডলার

বিদায়ী ২০২৩ সালে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বেড়েছে ৫৮ বিলিয়ন ডলার। গত ২২ ডিসেম্বর যে সপ্তাহটি শেষ হয়েছে, সেই সপ্তাহেও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। সেই সপ্তাহে রিজার্ভ ৪ দশমিক ৪৭১ বিলিয়ন বেড়ে বৈদেশিক মুদ্রার মোট মজুত ৬২০ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়। এই মজুত গত ২১ মাসের মধ্যে সর্বোচ্চ।

হিন্দুস্তান টাইমসের সংবাদে বলা হয়েছে, গত সপ্তাহে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে বৈদেশিক মুদ্রার মজুত ৫৪৯ দশমিক ৭৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। তবে এই সপ্তাহেই ১০২ মিলিয়ন বা ১০ কোটি ২০ লাখ ডলার মূল্যমানের সোনা মজুত কমেছে ভারতের।

২০২৩ সালের ভারতের রিজার্ভ বাড়লেও ২০২২ সালে ৭১ বিলিয়ন ডলার কমেছিল। ২০২১ সালে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বকালের রেকর্ড উচ্চতায় ওঠে। তখন দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৬৪৫ বিলিয়ন ডলার, কিন্তু ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে বিশ্ববাজারে জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়।

আমদানি ব্যয় বাড়ার কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকে। এ ছাড়া ডলারের বিনিময়হার বেড়ে যাওয়ায় রুপির মান ধরে রাখতে আরবিআই বাজারে ডলার বিক্রি করে।
চলতি বছরের এপ্রিল-নভেম্বর সময়ে ভারতের রপ্তানি কমলেও আরবিআইয়ের বিভিন্ন উদ্যোগের কারণে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে বলে বিশ্লেষকেরা মনে করছেন। এ ব্যাপারে দুটো বিষয়ের কথা উল্লেখ করেন তাঁরা।

প্রথমত, ভারত আন্তর্জাতিক বাজারের চেয়ে কম মূল্যে রাশিয়া ও ভেনেজুয়েলার মতো দেশ থেকে জ্বালানি তেল কিনছে। ভারতকে জ্বালানি চাহিদার ৮৫ ভাগই আমদানি করতে হয়, ফলে আন্তর্জাতিক বাজারের চেয়ে কম মূল্যে তেল আমদানি করায় দেশটি বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা বাঁচাতে পেরেছে।

দ্বিতীয়ত, ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া ২০২২ সাল থেকে রুপিতে আন্তর্জাতিক বাণিজ্য করার তোড়জোড় শুরু করেছে, যদিও তার আগে থেকেই ভারত বেশ কয়েকটি দেশের সঙ্গে রুপিতে বাণিজ্য করছে। আরও বেশি দেশের সঙ্গে রুপিতে বাণিজ্য করার কারণে মুদ্রা বিনিময়হারজনিত ক্ষতি তারা কমাতে পেরেছে।

বাংলাদেশসহ মোট ১৯টি দেশের সঙ্গে রুপিতে লেনদেন করছে ভারত। অন্য দেশগুলোর মধ্যে আফগানিস্তান, বাহরাইন, কিউবা, মিসর, ইরান, ইরাক, কুয়েত, ওমান, কাতার, রাশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া, উজবেকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা রয়েছে।