ড্রোন থেকে তোলা লন্ডনের টাওয়ার ব্রিজের একটি দৃশ্য
ড্রোন থেকে তোলা লন্ডনের টাওয়ার ব্রিজের একটি দৃশ্য

লন্ডনে এ বছর বিক্রি হওয়া সবচেয়ে দামি বাড়িটি কিনলেন এক ভারতীয়

ভারতের ‘ভ্যাকসিন রাজপুত্র’ হিসেবে পরিচিত আদার পুনাওয়ালা এ বছর লন্ডনে বিক্রি হওয়া সবচেয়ে দামি বাড়িটি কিনেছেন। ব্রিটিশ রাজধানীর মেফেয়ার এলাকায় ২৫ হাজার স্কয়ার ফুটের এই বাড়ির জন্য এই শতকোটিপতি দিয়েছেন ১৩ কোটি ৮০ লাখ পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় ১ হাজার ৪৪৪ কোটি রুপির সমপরিমাণ।

ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, নগরীর অন্যতম ল্যান্ডমার্ক হাইড পার্কের কাছে অবস্থিত এই বাড়ি ‘অ্যাবেরকনওয়ে হাউস’ হিসেবে পরিচিত, যা নির্মিত হয়েছিল ১৯২০ সালে। বাড়িটির আগের মালিক ডমিনিকা কালশিক। তিনি প্রয়াত ইয়ান কালশিকের কন্যা, যিনি ছিলেন পোল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তি।

এই বিক্রির ফলে বাড়িটি সিরাম লাইফ সায়েন্সের দখলে চলে যাবে। এটি আদার পুনাওয়ালার পারিবারিক কোম্পানি সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার একটি সহযোগী প্রতিষ্ঠান। দামি বাড়ি কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তিরা জানিয়েছেন, লন্ডনে এযাবৎ যত বাড়ি বিক্রি হয়েছে, অ্যাবেরকনওয়ে হাউসের দাম সেগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

ব্রিটেনে ঋণ করার খরচ বেড়ে যাওয়ার কারণে এ বছর আবাসন খাতের ব্যবসা গতি হারিয়েছে। তবে দামি বাড়ির ক্ষেত্রে এ কথা খাটে না। অতিরিক্ত সুদের হারের প্রভাব থেকে লন্ডনের অভিজাত আবাসন বাজার মুক্ত রয়েছে।

নানা রকম বিধিনিষেধ আরোপ সত্ত্বেও লন্ডনের সবচেয়ে দামি বাড়ি ও সম্পদ বিদেশি ক্রেতাদের কাছে আগের মতোই খুবই আকর্ষণীয় রয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার অর্থ ঠেকানোর লক্ষ্য নিয়ে ব্রিটেনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপের উদ্দেশ্য হলো আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করা।

সিরাম লাইফ সায়েন্সের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, যুক্তরাজ্যে স্থায়ীভাবে থাকার কোনো পরিকল্পনা পুনাওয়ালা পরিবারের নেই, তবে ‘এই বাড়িটি যুক্তরাজ্যে কোম্পানি ও পরিবারের জন্য একটি ঘাঁটি হিসেবে কাজ করবে’। তিনি আরও জানিয়েছেন, কোম্পানিটি সম্প্রতি অক্সফোর্ড শহরের কাছে টিকা গবেষণা ও উৎপাদন কারখানার জন্য কয়েক কোটি পাউন্ড বিনিয়োগ করেছে।

২০২১ সালে পুনাওয়ালা পরিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পুনাওয়ালা ভ্যাকসিন গবেষণা ভবন নির্মাণের জন্য পাঁচ কোটি পাউন্ড দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সিরাম ইনস্টিটিউট কোটি কোটি ডোজ ‘অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকা’ টিকা তৈরি করেছিল।

আদার পুনাওয়ালা ২০১১ সালে তাঁর পিতার কাছ থেকে সিরাম ইনস্টিটিউটের দায়িত্ব নিয়েছিলেন। লন্ডনে যে বাড়িটি তিনি এখন কিনলেন, সেটি ২০২১ সালে তিনি সপ্তাহে ৫০ হাজার পাউন্ডে ভাড়া নিয়েছিলেন বলে ব্লুমবার্গের এক প্রতিবেদনে তখন বলা হয়েছিল। তবে এ নিয়ে আদার পুনাওয়ালা কিংবা ডমিনিকা কালশিক কেউই মন্তব্য করতে রাজি হননি।

গ্রসভেনর স্কয়ারে লাল ইটের তৈরি আবাসিক বাড়িটি তৈরি করেছিলেন হেনরি ডানকান ম্যাকলারেন। এই শিল্পপতি পরিচিত ছিলেন ব্যারন অ্যাবেরকনওয়ে হিসেবে।

লন্ডনে এ বছরে দ্বিতীয় দামি যে বাড়িটি বিক্রি হয়েছে, সেটিও কিনেছেন এক ভারতীয় শতকোটিপতি। রিজেন্ট পার্কে অবস্থিত ‘হ্যানোভার লজ’ নামের বাড়িটি বিক্রি হয়েছে ১১ কোটি ৩০ লাখ পাউন্ডে। ভারতীয় এসার গ্রুপের মালিক রবি রুইয়ার পরিবার বাড়িটি কিনেছে। বলা হয়, এই বাড়ির আগের মালিক ছিলেন রাশিয়ার সম্পদ বিনিয়োগকারী আন্দ্রে গনশারেঙ্কো।

লন্ডনে এখন পর্যন্ত বিক্রি হওয়া সবচেয়ে দামি বাড়িটি ২০২০ সালের জানুয়ারিতে কিনেছিলেন সৌদি আরবের তৎকালীন যুবরাজ সুলতান বিন আবদুলআজিজ। রাটল্যান্ড গেটে অবস্থিত বাড়িটি ২১ কোটি পাউন্ডে বিক্রি হয়, দামের দিক থেকে যা ছিল একটি রেকর্ড। ফিন্যান্সিয়াল টাইমস গত বছর জানায়, বাড়িটির প্রকৃত ক্রেতা ছিলেন হুই কা ইয়ান, যিনি চীনের এভারগ্রান্ড কোম্পানির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।