ভারতে মাদারকেয়ারের বিক্রয়কেন্দ্র
ভারতে মাদারকেয়ারের বিক্রয়কেন্দ্র

মাদারকেয়ার ইন্ডিয়ার ৫১ শতাংশ মালিকানা কিনছে রিলায়েন্স

ভারতে শিশুদের পণ্য বিক্রেতা ব্র্যান্ড মাদারকেয়ারের মালিকানায় যুক্ত হচ্ছে দেশটির শীর্ষ ধনী মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলারে (১৭৫ কোটি রুপি) মাদারকেয়ার ইন্ডিয়ার ৫১ শতাংশ মালিকানা কিনছে রিলায়েন্স রিটেইল ভেঞ্চার। মাদারকেয়ার ইন্ডিয়া ইউনিটের অধীনে দক্ষিণ এশিয়ার নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং বাংলাদেশেও ব্র্যান্ডটির ব্যবসা পরিচালিত হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত মাদারকেয়ার শিশুদের তৈরি পোশাকের পাশাপাশি ডায়াপার, শ্যাম্পু, তেল, পাউডার, বাথটাব, ম্যাট্রেস, বালিশ, ব্যাগসহ শত শত পণ্য বিক্রি করে থাকে। ২০১৮ সালে ভারতে মাদারকেয়ার ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ব্যবসায় যুক্ত হয় রিলায়েন্স রিটেইল। এখন তারা মালিকানায় আসছে। এর ফলে ভারত ইউনিটে নিজেদের ৪৯ শতাংশ মালিকানা থাকবে মাদারকেয়ারের।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে ব্রিটিশ খেলনা বিক্রেতা প্রতিষ্ঠান হ্যামলেস কেনার প্রক্রিয়া অনুসরণ করেই মূলত মাদারকেয়ার ইন্ডিয়ার মালিকানা নিতে যাচ্ছে রিলায়েন্স। বর্তমানে তারা দেশটির ২৫টি শহরে ৮৭টি মাদারকেয়ার বিক্রয়কেন্দ্র পরিচালনা করে। একই সঙ্গে ব্র্যান্ডটির ই-কমার্স প্ল্যাটফর্মও পরিচালনা করে থাকে।

মাদারকেয়ার একসময় যুক্তরাজ্যের সবচেয়ে দামি তালিকাভুক্ত খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর একটি হলেও গত দুই দশকে তারা অব্যাহতভাবে বাজার মূলধন হারিয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির বাজার মূলধন মাত্র দুই কোটি পাউন্ড। মূলত আর্থিক সমস্যা মেটাতেই রিলায়েন্সের কাছে ইন্ডিয়া ইউনিটের অংশীদারত্ব বিক্রি করছে মাদারকেয়ার।

নতুন চুক্তির ফলে ব্র্যান্ডের মালিকানার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক সম্পত্তি, ফ্র্যাঞ্চাইজি অধিকারসহ মাদারকেয়ারসম্পর্কিত সমস্ত কার্যক্রম ইন্ডিয়া ইউনিটের অধীনে একীভূত হবে, যা রিলায়েন্স ও মাদারকেয়ারের অংশীদারত্ব ৫১: ৪৯ ভিত্তিতে যৌথ উদ্যোগে পরিচালিত হবে।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ভারতের অন্যতম বৃহৎ খুচরা পণ্য বিক্রির নেটওয়ার্ক রিলায়েন্স রিটেইলের ১৮ হাজার ৯৪৬টি বিক্রয়কেন্দ্র রয়েছে। তাদের নিবন্ধিত ক্রেতার সংখ্যা ৩২ কোটির বেশি।