সিলিকন ভ্যালি ব্যাংক
সিলিকন ভ্যালি ব্যাংক

দুই ভাগ করে বিক্রি হবে সিলিকন ভ্যালি ব্যাংক

এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ক্রেতাই যুক্তরাষ্ট্রের আমানতসংকটে ধসে পড়ে বন্ধ হওয়া সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) কিনতে রাজি হয়নি। একক ক্রেতা না পাওয়ায় এবার এসভিবিকে দুটি ইউনিটে ভাগ করে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পৃথক নিলামের জন্য ব্যাংকটির ঐতিহ্যবাহী আমানত ইউনিট ও ব্যক্তিগত ব্যাংকিং—ইউনিট দুটি আলাদা করা হবে।

সাময়িকভাবে ব্যাংকটি এখন মার্কিন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশনের (এফডিআইসি) দায়িত্বে রয়েছে। তারাই গতকাল সোমবার এসভিবিকে দুটি ইউনিটে ভাগ করে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। খবর রয়টার্সের

আমানতে ধস নামার পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) সম্প্রতি বন্ধ হয়ে যায়। তখন সাময়িকভাবে ব্যাংকটির দায়িত্ব নেয় এফডিআইসি। এর পর থেকে ব্যাংকটি বিক্রির জন্য ক্রেতা খুঁজছে সংস্থাটি।

নতুন করে দুটি ইউনিটে আলাদা করার পর এফডিআইসি আগামীকাল ২২ মার্চ সিলিকন ভ্যালি প্রাইভেট ইউনিটের জন্য নিলাম ডাকবে। এসভিবির রিটেইল কার্যক্রম এই ইউনিটের মাধ্যমে পরিচালিত হয়। আর অন্য ইউনিটের জন্য ২৪ মার্চ নিলাম অনুষ্ঠিত হবে। ব্যাংক ও ব্যাংকবহির্ভূত যেকোনো আর্থিক প্রতিষ্ঠান নিলামে অংশ নিতে পারবে।

একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের ব্যর্থ ব্যাংকগুলোর অন্যতম ক্রেতাপ্রতিষ্ঠান ফার্স্ট সিটিজেনস ব্যাংকশেয়ারস ইনকরপোরেটেড পুরো সিলিকন ভ্যালি ব্যাংকটি কিনে নেওয়ার জন্য একটি বিড (নিলাম প্রস্তাব) জমা দিয়েছে। এখন যদি ভাগ ভাগ করে এসভিবি বিক্রি হয়, তাহলেও ফার্স্ট সিটিজেনস ব্যাংকশেয়ারস ওই নিলামে অংশ নিতে পারে।

তবে এ বিষয়ে ফার্স্ট সিটিজেনস এক বিবৃতিতে জানিয়েছে, তারা ‘বাজারের গুজব বা অনুমান সম্পর্কে মন্তব্য করে না’।

এ ছাড়া এফডিআইসির প্রাথমিক চেষ্টা ব্যর্থ হওয়ার পর এসভিবির সম্পদ বিক্রির চেষ্টা করছে ধসে যাওয়া ব্যাংকটির মূল কোম্পানি এসভিবি গ্রুপও। দেউলিয়া সুরক্ষা আইনের চ্যাপ্টার-১১–এর অধীন ব্যাংকটি পুনর্গঠনের মাধ্যমে ক্রেতাদের আস্থা ফিরে পেতে এফডিআইসির কাছে একটি আবেদন করেছে এসভিবি গ্রুপ।