আলজেরিয়া ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিচ্ছে। আফ্রিকার এ দেশটি সদস্যপদে চেয়ে যে আবেদন করেছিল, তা অনুমোদন করা হয়েছে। আলজেরিয়ার অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের এক বৈঠকে শনিবার আলজেরিয়াকে সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত হয়, যা ব্যাংকটির প্রধান দিলমা রুসেফ ঘোষণা করেন।
আলজেরিয়ার অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রিকস গ্রুপের এই গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রতিষ্ঠানে যোগ দেওয়ার মাধ্যমে আলজেরিয়া বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় নিজেদের সংহত করার প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়ে গেল।
ব্রিকস জোটের নামটি নেওয়া হয়েছে প্রথম দিকের পাঁচটি সদস্যদেশের নাম থেকে। এই সদস্যরা হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। পরে এই জোটে সদস্য আরও বাড়ানো হয়েছে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের উদ্দেশ্য হলো বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের বিকল্প দেওয়া।
আলজেরিয়ার সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলো শক্তিশালী হওয়ার কারণে এ ব্যাংকে দেশটিকে সদস্য পদ দেওয়া হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। এতে আরও বলা হয়, দেশটির সাম্প্রতিক অর্জন চমৎকার এবং এর ফলে ‘উদীয়মান দেশগুলোর ওপরের দিকে’ আলজেরিয়া স্থান করে নিয়েছে।
আলজেরিয়া আফ্রিকার অন্যতম প্রধান প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ। দেশটির অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ব্রিকসের ব্যাংকের সদস্যপদ পাওয়ার কারণে মধ্যম ও দীর্ঘ মেয়াদে আলজেরিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে নতুন সম্ভাবনা তৈরি হবে।
২০১৫ সালে প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মূল্য উদ্দেশ্য হলো উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোতে বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ জোগানো।
সম্প্রতি যেসব দেশ ব্রিকস ব্যাংকের সদস্য হয়েছে, তাদের মধ্যে রয়েছে মিসর, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও সৌদি আরব।